মানুষের কাছে সাড়া পেয়ে অভিভূত মুশফিক

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মুশফিকুর রহিমের দাতব্য সংগঠনের জন্য ১৭০০ এর বেশি লোগোর ডিজাইন জমা দিয়েছেন তাঁর ভক্তরা। সমর্থকদের কাছ থেকে পাওয়া বিপুল এই সাড়ায় অভিভূত জাতীয় দলের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।
ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজে একটি পোস্টের মাধ্যমে সকলকে ধন্যবাদ জানিয়েছেন মুশফিক। এত ডিজাইনের মাঝে সেরা পাঁচটি বেঁছে নেয়াটা যে অনেকটা দুঃসাধ্য তাঁর জন্য সেটাও জানিয়েছেন তিনি।

মুশফিক লিখেছেন, ‘আশা করি সবাই ভাল আছেন। লোগোর ডিজাইন জমা দেওয়ার আনুষ্ঠানিকতা শেষ হল। গতমাস থেকে প্র্রতিযোগিদরে অংশগ্রহণে আমি অভিভূত। সবমিলিয়ে ১৭০০’র অধিক প্র্রতিযোগি তাদের লোগো জমা দিয়েছেন। এটাই প্রমাণ করে আপনসসারা কতটা উৎসাহ নিয়ে কাজটা করেছেন।
এতো ডিজাইনের মধ্য থেকে সেরা পাঁচ বেছে নেওয়া দুঃসাধ্য কাজটা আমাকে করতে হচ্ছে। জয়ীদের সাথে আমি দ্রুত যোগাযোগ করবো এবং মহামারী পরিস্থিতির উন্নতি ঘটলে আমরা এক সঙ্গে ডিনার করবো। আমার প্রতি ভালোবাসা দেখানোয় এবং প্রতিযোগিতায় অংশ নেয়ায় সবাইকে অসংখ্য ধন্যবাদ।’
মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসানদের দেখাদেখি কয়েকদিন আগে মুশফিকও খুলেছেন নিজের দাতব্য সংস্থা। সেই সংগঠনের একটি উপযুক্ত লোগোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছিলেন তিনি। একই সঙ্গে পুরষ্কারের ব্যবস্থাও করেন মুশফিক।
পুরষ্কারটি হলো নির্বাচিত ৫ জন লোগো ডিজাইনা পাঁচ তারকা হোটেলে তাঁর সঙ্গে ডিনারের সুযোগ পাবেন। এছাড়া সেরা লোগো ডিজাইনার পাবেন মুশফিকুরের লোগো সম্বলিত জার্সি। লোগোর ডিজাইন জমা দেয়ার শেষ তারিখ ছিল ৩০ জুন পর্যন্ত।