promotional_ad

পরিস্থিতি বিবেচনা করেই মাঠে ফেরার সিদ্ধান্ত নেবে বিসিবি

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ক্রিকেট ফেরাতে সব ধরনের প্রস্তুতি সেরে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এমনটাই জানিয়েছেন, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।


ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে মেডিক্যাল বিভাগকেও তৈরি রেখেছে। করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় বিসিবি ক্রিকেটারদের নিয়ে ঝুঁকি নিতে চায় না বলে জানালেন আকরাম।


promotional_ad

বাংলাদেশের এই সাবেক অধিনায়ক বাংলানিউজ২৪ কে বলেছেন, ‘সব ব্যবস্থাতো আমরা করেই রেখেছি। তবে এখনই ক্রিকেটারদের অনুশীলনে নামিয়ে ঝুঁকি নিতে পারি না। কেউ যদি করোনায় আক্রান্ত হয় সেটি আরও ভয়ের কারণ হবে।'


কিছুদিন আগেই বেশ কয়েকজন ক্রিকেটার ব্যক্তিগত অনুশীলনের জন্য মাঠে ফেরার অনুমতি চেয়েছিলেন বিসিবির কাছে। তাদের কাউকেই অনুমতি দেয়নি দেশের ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। আকরাম জানালেন পরিস্থিতি বিবেচনা করেই এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।


তিনি বলেন, 'পরিস্থিতি একটু ভালো হলেই আমরা মাঠে নামব। পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। অনুশীলন শুরুর পর সামনে আমরা যে সিরিজ/টুর্নামেন্ট পাব সেটি দিয়েই শুরু করব। টেস্টকে আমরা প্রাধান্য দিয়ে এসেছিলাম, কিন্তু সেটি দিয়ে শুরু করা সম্ভব হবে কিনা এ মুহূর্তে বলা কঠিন।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball