হতাশা গ্রাস করেছে মুশফিককেও

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে সবচাইতে পরিশ্রমী ক্রিকেটার হিসেবে সুখ্যাতি রয়েছে মুশফিকুর রহিমের। ঘন্টার পর ঘন্টা নেটে অনুশীলন করতে জুড়ি নেই টাইগারদের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের।
অথচ সেই মুশফিকই খেলার বাইরে রয়েছেন দীর্ঘ কয়েক মাস ধরে। করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় বর্তমানে বন্ধ রয়েছে সবধরণের ক্রিকেট ম্যাচ। ফলে অনেকটা গৃহবন্দী হয়েই সময় কাটাতে হচ্ছে মুশফিক তথা বাংলাদেশ দলের বাকি ক্রিকেটারদের।

এমতাবস্থায় হতাশা গ্রাস করেছে মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিককেও। ক্রিকেট থেকে দূরে থাকলেও বয়স থেমে নেই বলে মন্তব্য করেন তিনি। দেশের শীর্ষ বাংলা দৈনিক প্রথম আলোর সঙ্গে আলাপকালে নিজের হতাশা প্রকাশ করেন মুশফিক।
তিনি বলেন, 'একজন ক্রিকেটার হিসেবে এটি অনেক কঠিন সময় আমার জন্য। আমার খারাপ লাগছে অনেক। আমাদের দিন দিন বয়স বাড়ছে। ৬-৮ মাস হয়েছে আমরা ক্রিকেট খেলি না। আমি জানি না কবে আন্তর্জাতিক ম্যাচে ফিরবে। তবে সবার আগে সুস্থ থাকা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পরিস্থিতি ভালো নেই, বিশেষ করে ঢাকার।'
তবে পরিস্থিতি বিবেচনায় সবকিছু বাধ্য হয়েই মেনে নিচ্ছেন পঞ্চপান্ডবের অন্যতম সদস্য মুশফিক। তাঁর ভাষ্যমতে, 'এই দুর্যোগে তো কারো হাত নেই। কি হতো যদি আমি ইনজুরির কারণে দলের বাইরে থাকতাম চার-পাঁচ মাস?- বর্তমান পরিস্থিতি এভাবেই দেখতে হবে। আমাদের যতটা সম্ভব ইতিবাচকভাবে চিন্তা করতে হবে।'
চলতি বছর ১০টি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। বছরের শুরুতে দুটি টেস্ট খেলতে পারলেও করোনাভাইরাসের কারণে বাকি আটটি ম্যাচ স্থগিত করা হয়েছে। ঠিক কবে নাগাদ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেটি এখনও নিশ্চিত নয়। তাই মুশফিকসহ জাতীয় দলের বাকি ক্রিকেটাররাও হতাশ হয়ে পড়েছেন।