ভক্তদের উদ্দেশ্যে করোনা আক্রান্ত নাফিসের বার্তা

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
প্রাণঘাতী করোনাভাইরাস এবার হানা দিয়েছে জাতীয় দলের ওপেনার তামিম ইকবালের পরিবারে। তাঁর বড় ভাই এবং সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল সম্প্রতি আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে।
তবে সুখবর হলো বর্তমানে শারীরিকভাবে সুস্থই আছেন তিনি। বাড়িতে স্বেচ্ছা-আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৩৪ বছর বয়সী নাফিস। একটি অডিও বার্তায় ক্রিকফ্রেঞ্জিকে এমনটা নিজেই জানিয়েছেন সাবেক এই ডানহাতি ব্যাটসম্যান।

ভক্তদের উদ্দেশ্য করে নাফিস ইকবাল বলেন, 'আমি আসলে অনেকের ফোন ধরতে পারছি না। আপনারা জানেন কি পরিস্থিতি। তবে আমি আসলেই আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা সবাই দোয়া করছেন এবং খবর নিচ্ছেন। আমি জানি আপনারা সবাই আমাকে ভালোবাসেন যেমনটা আমি বাসি। তবে আমি এখন ভালো আছি। উন্নতি হচ্ছে, দোয়া করবেন যেন এখান থেকে আর কোনো সমস্যা না হয় আমি বাসায় আছি, আমার পরিবার আমার যত্ন নিচ্ছে।'
আজ থেকে দশদিন আগে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয় নাফিসের শরীরে। এরপর পরীক্ষা নিরীক্ষা করার পর করোনা পজিটিভ আসে তাঁর। তখন থেকেই মূলত আইসোলেশনে রয়েছেন দেশের হয়ে ১১টি টেস্ট এবং ১৬টি ওয়ানডে খেলা এই ক্রিকেটার।
নাফিসের ভাষায়, 'আমি একটু সংক্ষেপে বলে দেই যে দশদিন আগে আমার উপসর্গটা দেখা দেয়। জ্বর এবং শরীর ব্যাথা ছিল। এরপর দুই তিন দিন থাকার পর আমি পরীক্ষা করাই। পরীক্ষার দুই দিন পর ফলাফল দিলে জানতে পারি যে আমি পজিটিভ। এরপর থেকে আমি আইসোলেশনে আছি। দোয়া করবেন এবং আমি অনেক দুঃখিত যে আপনাদের ফোন ধরতে পারছি না। আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন। দোয়া করবেন যেন আমি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি।'