কোচ-খেলোয়াড় সম্পর্ক মজবুত রাখতে সাকিবের পরামর্শ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কোচদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হলে তাদের পছন্দ-অপছন্দের বিষয়টি মাথায় রাখা উচিত খেলোয়াড়দের বলে বিশ্বাস করেন সাকিব আল হাসান। জাতীয় দলের এই তারকা অলরাউন্ডার বৃহস্পতিবার একটি অনলাইন মিটিংয়ে এমনটাই জানিয়েছেন।
করোনাভাইরাস সংক্রমণের শঙ্কা থাকায় বর্তমানে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। তবে এই পরিস্থিতিতে অনলাইনে কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। এই প্রতিষ্ঠান থেকেই উঠে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

সম্প্রতি নিজের প্রাক্তন শিক্ষক নাজমুল আবেদিন ফাহিম, আসাদুল তুলতুল এবং ইমরুল হাসানসহ আরো অনেকের সঙ্গে একটি মিটিংয়ে অংশ নেন সাকিব। সেখানে কোচ এবং খেলোয়াড়দের মধ্যে সম্পর্ক কিরুপ হওয়া উচিত এই বিষয়ে কথা বলেন তিনি।
মিটিংয়ের এক পর্যায়ে অভিজ্ঞ কোচ ফাহিম জানতে চেয়েছিলেন সাকিবের কাছে, 'কোচ-খেলোয়াড় সম্পর্কে কি ধরণের পরিবর্তন দরকার? খেলোয়াড়রা আমাদের কাছ থেকে কি আশা করে?'
এই প্রশ্নের জবাবে সাকিব বলেন, 'আমার মনে হয় দুনিয়ায় সবারই ভালো লাগা, মন্দ লাগা থাকে। এটা যেন ছাত্ররা বুঝতে পারে। এই ব্যাপারটি হয়তো বেশ হালকা মনে হতে পারে কিন্তু এর প্রভাব আসলে অনেক বড় একজন খেলোয়াড়ের জন্য যখন সে মনে করে যে আমাকে পছন্দ করে কিংবা করে না।'
সাকিবের মতে পছন্দ-অপছন্দের ব্যাপারটি যেকোনো মানুষের জন্যই একটি স্বাভাবিক বিষয়। তবে এই বিষয়টি নিয়ে না ভেবে নিরপেক্ষ মনোভাব বজায় রাখাটাই একজন খেলোয়াড়ের জন্য সার্থকতা হতে পারে বলে মনে করেন তিনি।
সাকিবের ভাষায়, 'পছন্দ-অপছন্দ থাকবে অবশ্যই, এটা খুবই স্বাভাবিক বিষয় মানুষ হিসেবে। তবে এটা ছাত্ররা যতটা বুঝতে পারে ততটাই ভালো আমার কাছে মনে হয়। যে বুঝতে পারে তার জন্যও খারাপ, যে না বুঝতে পারে তাঁর জন্যও খারাপ। এই জায়গাটায় যতটা সম্ভব নিরপেক্ষ থাকা যায় ততটাই ভালো।'