promotional_ad

চিকিৎসার জন্য বিসিবি এক পয়সাও দেয়নিঃ নান্নু

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বর্তমানে জাতীয় দলের ক্রিকেটারদের কল্যাণে খরচ করতে পিছপা হয় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোনো ক্রিকেটার ইনজুরিতে পড়লে প্রয়োজনে তাঁকে বিদেশেও পাঠানো হয় বোর্ডের পক্ষ থেকে। কিন্তু এর ঠিক উল্টো চিত্র ছিল আজ থেকে ২২ বছর আগে। 


সেসময় ক্রিকেটারদের চিকিৎসার পেছনে কোনো প্রকার ব্যয় করতে অপারগ ছিলো বিসিবি। এমনই একটি উদাহরণ দেখিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক এবং সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। সম্প্রতি তামিম ইকবালের সঙ্গে ফেসবুক লাইভ আড্ডায় ১৯৯৮ সালের একটি সিরিজের কথা উল্লেখ করেন তিনি। 



promotional_ad

সেবার আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু সফরটি মোটেই সুখকর হয়নি নান্নুর জন্য। কারণ মাঝপথে পায়ে চোট লাগায় দেশে ফিরে আসতে হয় তাঁকে। দলের সঙ্গে কোনো ফিজিও না থাকায় অবস্থা আরো শোচনীয় হয়ে দাঁড়ায়। 


 সেই সময়ের স্মৃতিচারণ করে নান্নু বলেছেন, '১৯৯৯ বিশ্বকাপের আগে ৯৮তে আমরা ইংল্যান্ডে একটা সফরে গিয়েছিলাম। আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের সঙ্গে সিরিজ ছিল। সেই সফরে আমি পায়ে চোট পেয়ে অর্ধেক সফরেই দেশে ফিরে আসি। এখন তো ফিজিও, ডাক্তার বা অনেকেই থাকেন সাথে। তখন কিন্তু এমন সুবিধা ছিল না।


সেই পরিস্থিতিতে বোর্ডকেও পাশে পাননি নান্নু। নিজের গাঁটের পয়সা দিয়েই সব ধরণের চিকিৎসার করা হয়েছে তাঁকে। নান্নুর ভাষায়, 'এসেক্সের ডাক্তার আমাকে বলেন অপারেশন লাগবে, তুমি খেলতে পারবে না। তখন আমি ফিরে আসি, বিসিবি আমাকে এক পয়সা দিয়েও সাহায্য করেনাই যে আমি সুস্থ হয়ে বিশ্বকাপ খেলবো। সে সময় নিজের পয়সা দিয়ে লস অ্যাঞ্জেলেসে গিয়ে চিকিৎসা নিয়ে ক্রিকেটে ফিরি।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball