অনুশীলনে পুরো দলের ব্যাটিং পুজারা একাই করে!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ সময় ক্রিজে পড়ে থেকে বোলারদের বিরুদ্ধে লড়াই করাটা চেতেশ্বর পুজারার মন্ত্র। এবার বিরাট কোহলি জানালেন অনুশীলনেও লম্বা সময় ব্যয় করেন পুজারা। এমনকি অনুশীলনে তিনি তিনজনের সমান ব্যাটিং করেন।
সোমবার (১৮ মে) তামিম ইকবালের সঙ্গে ফেসবুকে লাইভ আড্ডায় একথা বলেছেন কোহলি। ভারতের এই অধিনায়কের বিশ্বাস অনুশীলনের পুরো ব্যাপারটিই ব্যক্তিগত। পুজারা এটা নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য করে বলে ধারণা কোহলির।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'ট্রেনিংটা আসলে সবার ব্যক্তিগত ব্যাপার। একেকজনের ধরণ একেক রকম। আপনি পুজারার কথাই ধরুন না কেন সে নেটে ৩ ঘন্টা ব্যাটিং করবে। ও একাই সবার ব্যাটিং করে ফেলবে। ও নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এটা করে।'
ক্রিকেটারররা সব সময় ভালো অবস্থানে থাকেন না। তবে মানসিক ভাবে আত্মবিশ্বাস চাঙ্গা থাকলে সব সময় ম্যাচেও ছন্দে থাকা যায় বলে মনে করেন কোহলি। এসব নিয়ে বেশি ভাবলেই চাপ চলে আসে বলে ধারণা তাঁর।
কোহলি বলেন, 'আপনার মানসিক অবস্থা ভালো থাকলে ম্যাচে আপনি ভালো ছন্দে থাকবেন আত্মবিশ্বাস থাকবে। ক্রিকেট খেলা সবাই পারে, মাঝে মাঝে আমরা বেশি গুলিয়ে ফেলি বেশি ভেবে আর চাপের মধ্যে চলে আসি।'
এরপর মুশফিকের উদাহরণ দিয়ে তামিম বলেছেন, 'আমারও মনে হয় সবাই আলাদা। আমাদের দলেও। আমি নিজেই ১০-১৫মিনিটের বেশি ব্যাটিং করি না। কিন্তু আমার তখন মনোযোগ অনেক থাকে। মুশফিকের কথা বললে সে ঘন্টার পর ঘন্টা ব্যাটিং অনুশীলন করে। নেটে আসলে এটা একেকজন আলাদা ব্যক্তিত্বর ওপর নির্ভর করে।'