তামিমের লাইভ আড্ডা স্বার্থক

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গত এক সপ্তাহে চারবার লাইভে এসেছেন তামিম ইকবাল। গত ২ মে (শনিবার) মুশফিকুর রহিমের সঙ্গে প্রথম লাইভে আড্ডা দেন জাতীয় দলের এই ওপেনার। এরপর ক্রমান্বয়ে মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা এবং তাসকিন-রুবেলদের সঙ্গে লাইভে আসেন তিনি। 


তামিমের এই লাইভ আড্ডা দারুণ উপভোগ করেছেন খাইরুল হাসান জুয়েল নামের একজন চিকিৎসক। করোনাভাইরাসে আক্রান্ত জুয়েল বর্তমানে কঠিন সময় পার করছেন। এরপরও তামিমদের প্রতি ভালোবাসার আতিশয্যে দেখেছেন প্রতিটি সেশন।


promotional_ad

শুক্রবারের লাইভ সেশনে তামিমকে ধন্যবাদ জানিয়ে একটি মন্তব্য করেন এই চিকিৎসক। সেখান থেকেই তাঁর করোনা আক্রান্তের বিষয়টি জানতে পারেন তামিম। জুয়েল লিখেছেন, ‘আমি এখন ডাক্তার এবং আমি করোনা পজিটিভ। আমি এই অনুষ্ঠানটি খুবই উপভোগ করি। তামিমকে অনেক অনেক ধন্যবাদ। ডা. জুয়েল, হালুয়াঘাট ইউএইচসি, ময়মনসিংহ।’


জুয়েলের এই মন্তব্যের পর তামিমও চুপ থাকেননি। নিজের ফেসবুক পেইজে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি। জুয়েলদের মতো মানুষ তাঁর আড্ডায় যুক্ত হয়েছেন দেখে এর স্বার্থকতা (আড্ডার) খুঁজে পেয়েছেন তামিম।


জুয়েলের করা মন্তব্যের একটি স্ক্রিনশট আপলোড করে তামিম লিখেছেন, ‘ডাঃ খাইরুল হাসান জুয়েল; করোনা-যুদ্ধে সামনের সারির সৈনিক। এখন নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত এ চিকিৎসক। নিজের এ কঠিন সময়ে তিনি ‘তামিম ইকবাল লাইভ’ দেখার কথা জানিয়েছেন আজকের প্রোগ্রামের কমেন্টস বক্সে। তাতে আমি খুঁজে পেয়েছি এ অনুষ্ঠানের সার্থকতা। কারণ ভীষণ কঠিন এ সময়ে মানুষকে কিছুটা বিনোদন দেবার উদ্দেশ্যেই তো সতীর্থদের নিয়ে করছি ধারাবাহিক লাইভ। যেন সবাই মিলে আড্ডায় যতটা সম্ভব ভুলে থাকতে পারি দুঃসময়। আমি বিশ্বাস করি, ডাঃ জুয়েল সুস্থ হয়ে উঠবেন শিগগিরি। আর খুব তাড়াতাড়ি করোনার এই ভয়ঙ্কর সময়টা কাটিয়ে উঠতে পারব সবাই মিলে। এ যুদ্ধে আমরা হারব না কিছুতেই।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball