promotional_ad

মাশরাফি-সাকিবের নয়, রোনালদোর মূর্তি বানাবেন তামিম

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি- এই চার খেলোয়াড়দের মধ্যে আপনি কার মূর্তি বাসায় রাখতে চান? পাঠককে নয়, এই প্রশ্ন করা হয়েছে তামিম ইকবালকে। আর প্রশ্নকর্তা ছিলেন জাতীয় দলেরই আরেক ক্রিকেটার রুবেল হোসেন। শুক্রবার (৮ মে) ফেসবুক লাইভের আড্ডায় তামিমের কাছে এই প্রশ্নের উত্তর জানতে চান তিনি। 


হয়তো অনেকে ভাবছেন দেশের তারকা ক্রিকেটার হিসেবে মাশরাফি কিংবা সাকিবের মধ্য থেকে একজনকে বাছাই করেছেন তামিম। কিন্তু না, জুভেন্টাস তারকা রোনালদোকে বেঁছে নেন জাতীয় দলের ওপেনার। এর পেছনে অবশ্য মজার একটি ব্যাখ্যাও দিয়েছেন তিনি। 



promotional_ad

দুইজনের মধ্যে একজনকে বাছাই করলে আরেকজন মনক্ষুণ্ণ হতে পারেন বলেই নাকি রোলানদোকে পছন্দ করেছেন তামিম। টাইগার ওপেনারকে করা রুবেলের প্রশ্নটি ছিল, ‘আপনি আপনার বাসায় একটি মূর্তি বানাবেন। এবং সেই মূর্তিটি আপনি নিজে হাত দিয়েই বানাবেন। আপনার কাছে চারটি বিকল্প থাকবে। এই চারজনের মধ্যে আপনি রাখতে পারবেন ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজাকে। এই চারজের মধ্যে আপনি কার মূর্তিটা বাসায় রাখবেন?’


এরপর অনেকটা মজা করেই তামিম উত্তর দেন,‘আমি ক্রিশ্চিয়ানো রোনালদোর মূর্তিটা রাখবো। কারণ ওই দুইটা বাংলাদেশির খেলোয়াড়ের মধ্যে একজনে মূর্তি রাখলে আরেকজনের খারাপ লাগবে। আরেকজন মূর্তি রাখলে বাকিজনের খারাপ লাগবে। রোনালদোকে রাখলে কারো খারাপ লাগবে না। তাই আমি রোনালদোরই রাখবো।' 


অবশ্য এখানে একটি প্রশ্ন থেকেই যায়, মেসিকে বাদ দিয়ে রোনালদোকেই কেন বেঁছে নিলেন তামিম? এই নিয়ে অনেক ভক্তরা হয়তো চায়ের কাপে ঝড়ও তুলতে পারেন। কারণ জনপ্রিয়তার দিক থেকে বার্সেলোনা তারকা কোনো অংশেই কম যাননা সি আর ৭ এর (রোনালদো) চেয়ে। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball