আইসিসির দিকনির্দেশনার অপেক্ষায় বিসিবি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ দিন ধরে সকল ধরণের ক্রিকেট ম্যাচ বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়ছে বোর্ডগুলো। একই অবস্থা হয়েছে আইসিসিরও। ফলে মাঠে খেলা ফেরানোর জন্য রীতিমত মরিয়া ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
তবে খেলা শুরু করতে হলে ক্রিকেটার এবং সংশ্লিষ্টদের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করাটা যে জরুরী সেটিও বিবেচনায় রাখছে আইসিসি। আর সেই কারণে একটি দিকনির্দেশনা দেবে তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও অপেক্ষায় আছেন আইসিসির এই নির্দেশনা পাওয়ার জন্য।

তিনি বলেছেন, ১১মে আইসিসির মেডিক্যাল বিভাগের সভা হবে। সেখানে এই ইস্যুগুলো নিয়ে কথা হবে। আইসিসিও খেলা শুরু করতে চায়। ওরা একটা দিকনির্দেশনা তৈরি করছে। সেটা হয়ে গেলে বিসিবির জন্য কাজটি সহজ হবে।'
এদিকে মাঠে ক্রিকেট ফেরানোর জন্য একটি প্রোটোকল তৈরিরও চিন্তাভাবনা করছে বিসিবি। এর জন্য কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় আছে বিসিবি। দেবাশীষ বলেন, 'বিজিএমইএ সুন্দর একটা এসওপি (স্ট্যান্ডার্ড অপারেশন প্রোটোকল) করেছে সেটার সঙ্গে ব্র্যাকের প্রোটোকল নিয়ে আমি একটা এসওপি তৈরি করেছি। আপাতত অফিস প্রোটোকল তৈরি করা হলো। কর্তৃপক্ষের নির্দেশনা পেলে পরবর্তীতে খেলার প্রোটোকল তৈরি করা হবে।'
অবশ্য সবকিছু স্বাভাবিক হতে সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে মনে করেন বিসিবির চিকিৎসক দেবাশীষ। তাঁর ভাষ্যমতে, 'একটা লম্বা সময় বিরতি দিয়ে মাঠে ফিরবেন ক্রিকেটাররা। প্রথম দিকে ফিটনেস এবং স্কিল নিয়ে কাজ হবে। খেলোয়াড়দের প্রস্তুত হতে এক দুই মাস সময় লাগবে। খেলা শুরু হতে সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।'