promotional_ad

'ক্যারিয়ার শেষ হওয়ার আগেই গ্রেটেস্ট সাকিব'

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেটের অনেক রথী মহারথীই সাকিব বন্দনায় লিপ্ত হয়েছেন একাধিকবার। বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও এর ব্যতিক্রম নন।


সাকিবকে সেরাদের সেরা হিসেবে আখ্যা দিয়েছেন মাশরাফি। একই সঙ্গে তাঁকে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকসের সঙ্গেও তুলনা দিয়েছেন তিনি। সোমবার (৪ মে) তামিম ইকবালের সঙ্গে ফেসবুক লাইভের আড্ডায় সাকিবকে প্রশংসায় ভাসান মাশরাফি।



promotional_ad

দলে প্রভাব বিস্তার করতে সাকিবের ভূমিকা অসাধারণ বলে মনে করেন সাবেক ওয়ানডে দলপতি। তিনি বলেন, ‘সাকিবকে বিশ্বের সেরা অলরাউন্ডার ধরা হয়। সে আসলেই সেরা ইমপ্যাক্টফুল ক্রিকেটার। বেন স্টোকসকে যে পর্যায়ে ধরা হয় সাকিবও সেই কাতারেই।’


মাশরাফির কথার প্রেক্ষিতে তামিমও সুর মেলান। ক্যারিয়ার শেষে সাকিব সেরাদের সেরা হয়ে থাকবেন বলে অভিমত ব্যক্ত করেন তিনি। বলেন, ‘সাকিব যখন ক্যারিয়ার শেষ করবেন, তিনি গ্রেটেস্ট হয়ে থাকবেন।’ 


এখানেই আপত্তি তোলেন মাশরাফি। তাঁর মতে এরই মধ্যে সেরাদের সেরা হয়ে নিজেকে প্রমাণ করে দেখিয়েছেন সাকিব। তামিমের কথা অনেকটা ছিনিয়ে নিয়েই মাশরাফি বলেন ‘সাকিব ইতিমধ্যে সেরাদের গ্রেটেস্ট।’ 



ফেসবুকের এই লাইভ আড্ডায় সাকিব ছাড়াও অন্যান্য প্রসঙ্গে কথা বলেন মাশরাফি-তামিম। যেখানে উঠে এসেছে ব্যক্তিগত জীবন এবং ক্রিকেটের নানা দিক। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball