promotional_ad

সাকিবের ব্যাট কিনতে পেরে আপ্লুত প্রবাসী রাজিব

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের কারণে বিপাকে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের ঐতিহাসিক ব্যাট নিলামে ২০ লাখ টাকায় বিক্রি করেছেন তিনি। বুধবার (২২ এপ্রিল) ফেসবুক পেইজ 'অকশন ফর অ্যাকশনের' মাধ্যমে ব্যাটটি কিনে নেন প্রবাসী বাংলাদেশি সৈয়দ রাজিব ইমতিয়াজ।


নিলামের শেষ পর্যন্ত রাজিবই ছিলেন সর্বোচ্চ বিডার। সেকারণে ব্যাটটি জিতে নেন তিনি। ঐতিহাসিক এই ব্যাটটি জেতার পর স্বাভাবিকভাবেই বেশ রোমাঞ্চিত যুক্তরাষ্ট্র প্রবাসী রাজিব। জানিয়েছেন ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই ব্যাটটি কিনেছেন এই বাংলাদেশী ভক্ত। 



promotional_ad

দেশের একটি শীর্ষ দৈনিককে রাজিব বলেছেন, 'কেউ একজন বলছিলেন যে এই ব্যাটের একটি অনন্য ইতিহাস আছে। ব্যাটটি অসাধারণ একজন ক্রিকেটারের। যারা ক্রিকেট ভালোবাসে তাঁদের প্রত্যেকে একবারের জন্য হলেও ব্যাটটি ছুঁয়ে দেখতে চাইবে। তাই আমি অনেক ভাগ্যবান ব্যাটটি জিততে পেরে।' 


রাজিবকে ব্যাটটি নিজের হাতে তুলে দেবেন সাকিব বলে কথা দিয়েছেন। সাকিব প্রসঙ্গে রাজিব বলেন, 'আমি সাকিব আল হাসান ভাইয়ের সঙ্গে সাক্ষাতের ব্যাপারেও বেশ রোমাঞ্চিত। তিনি কথা দিয়েছেন ব্যাটটি নিজের হাতে আমাকে তুলে দেবেন। তিনি আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণার। শুধু ক্রিকেট মাঠেই নয়, বরং মাঠের বাইরেও। তিনি আমাদের প্রত্যাশা দেখিয়েছেন যে বাংলাদেশিরা সারা বিশ্বে সেরা হতে পারে।' 


নিলামের শুরুতে সাকিবের ব্যাটটির ভিত্তি মূল্য ধরা হয় ৫ লক্ষ টাকা। সেখান থেকে ২০ লাখ টাকায় বিক্রি হলো এটি। বিক্রীত অর্থের পুরোটাই ব্যয় করা হবে করোনার কারণে বিপদে পড়া মানুষের কল্যাণে। সাকিব আল হাসানের নিজস্ব দাতব্য সংস্থা দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে এই অর্থ দান করা হবে।   



২০১৯ বিশ্বকাপে স্বপ্নের ফর্মে ছিলেন সাকিব। ৮ ম্যাচে ৮৬.৫৭ গড়ে ২ সেঞ্চুরি ৫ ফিফটিতে ৬০৬ রান করেছিলেন তিনি। পুরো বিশ্বকাপে এসজি ব্র্যান্ডের একটি ব্যাটই ব্যবহার করেছিলেন এই অলরাউন্ডার। সেই প্রিয় ব্যাটটিই নিলামে বিক্রি করলেন তিনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball