ব্যাট নিলামের অর্থ পৌঁছেছে সাকিবের সংস্থায়

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের কারণে বিপাকে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিশ্বকাপ ব্যাট নিলামে তুলেছিলেন সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 'অকশন ফর অ্যাকশন' পেইজের মাধ্যমে ব্যাটটি বিক্রি হয়েছে।
ইতোমধ্যে পেইজটি নিশ্চিত করেছে, নিলামের পুরো অর্থ বুঝে পেয়েছে সাকিবের সংস্থা (দা সাকিব আল হাসান ফাউন্ডেশন)। সেই সঙ্গে শীঘ্রই জানিয়ে দেয়া হবে এই অর্থ কোথায় কোন খাতে খরচ হয়েছে।

ব্যাটটির ভিত্তি মূল্য মাত্র ৫ লাখ টাকা থাকলেও দারুণ উত্তেজনাপূর্ণ দর কষাকষিতে সাকিব আল হাসানের বিশ্বকাপের ব্যাট বিক্রি হয় ২০ লাখ টাকায়। বাংলাদেশের এই সাবেক অধিনায়কের ব্যাটটি কিনেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী একজন বাংলাদেশি।
২০১৯ বিশ্বকাপে স্বপ্নের ফর্মে ছিলেন সাকিব। ৮ ম্যাচে ৮৬.৫৭ গড়ে ২ সেঞ্চুরি ৫ ফিফটিতে ৬০৬ রান করেছিলেন তিনি। পুরো বিশ্বকাপে এসজি ব্র্যান্ডের একটি ব্যাটই ব্যবহার করেছিলেন এই অলরাউন্ডার। এ ছাড়া এই ব্যাট দিয়ে ১৫০০'র মতো রান করেছেন সাকিব। বুধবার নিলামে প্রিয় ব্যাটটির ইতিহাস তুলে ধরেন সাকিব।
তিনি বলেন, '২০১৯ আইপিএলের সময় দুটি ব্যাট দিয়ে অনুশীলন করতাম। সাধারণত আমরা প্র্যাকটিসের ব্যাট দিয়ে ম্যাচে খেলি না। আইপিএলের পর যখন আয়ারল্যান্ডে গেলাম (ত্রিদেশীয় সিরিজে), আমার কাছে নতুন ম্যাচ ব্যাট ছিল, তার পরও এই ব্যাট ধরে মনে হলো, খুব ভালো অনুভব করছি। ব্যাটটি ধরেই একটি ভালো লাগা কাজ করছিল। এজন্য ওই ব্যাট দিয়ে ম্যাচে খেললাম। ভালো করতে থাকার পর ওই ব্যাট দিয়েই খেলে গেলাম। বিশ্বকাপেও মনে হলো, এটি দিয়েই খেলি।'