লকডাউনেও থেমে নেই এবাদত

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
করোনাভাইরাসের কারণে পুরো দেশ স্থবির থাকায় অখন্ড অবসর পেয়েছেন ক্রিকেটাররা। তবে এই সময়ের মধ্যেও নিজেদের ফিট রাখার জন্য কাজ করে যাচ্ছেন অনেকে। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকাররা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ব্যায়াম এবং অনুশীলনের ছবি ও ভিডিও পোস্ট করেছেন।
ছুটির মধ্যে বসে নেই জাতীয় দলের পেসার এবাদত হোসেনও। নিজের মতো করেই ফিটনেস ট্রেনিংয়ে লিপ্ত রয়েছেন ২৬ বছর বয়সী এই ডানহাতি। প্রতিদিন ভোরে উঠে নিয়মমতো দৌড়াচ্ছেন তিনি। একই সঙ্গে বাড়িতেও এনেছেন ব্যায়াম করার নানা সরঞ্জাম।

ফিটনেস ধরে রাখার প্রসঙ্গে একটি ইংরেজি দৈনিককে এবাদত বলেছেন, 'আমি ভোরে উঠি, এরপর নামাজ পড়ে দৌড়াতে বের হই। এই সময়ের মধ্যে কেউ জেগে থাকে না। আমি প্রতিদিন সকালে ২.৫-৩ কিলোমিটার দৌড়াই। আমি অনুশীলনের জন্য কিছু সরঞ্জাম কিনেছি কয়েক মাস আগে এবং আমার বাসায় রেখেছি যেন ছুটির সময় আমি অনুশীলন চালিয়ে যেতে পারি। আমি অন্যান্য অনুশীলনের পাশাপাশি ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করছি। আমি চেষ্টা করছি আমার মূল শক্তি বজায় রাখতে।'
অনির্দিষ্টকালের এই ছুটির আগে পেস বোলিং কোচ ওটিস গিবসনের সঙ্গে কিছুদিন কাজ করেছেন এবাদত। তরুণ এই পেসারের বোলিং নিয়ে প্রশংসাও নাকি করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অলরাউন্ডার। তবে হঠাৎ সবকিছু থমকে যাওয়ায় বেশ হতাশ এবাদত।
তিনি বলেন, 'আমি গিবসনের সঙ্গে কিছু সময় কাটিয়েছি। তিনি বলেছেন আমার বোলিং অ্যাকশন দারুণ। আমরা সিমিং পজিশন নিয়ে কাজ করেছি। আমি তাঁর কাছ থেকে পেস উন্নতি করার জন্য পরামর্শ চেয়েছিলাম। তবে হঠাৎ করে সবকিছু থেমে গেল।'