কারাবন্দীদের পাশে মাশরাফি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মরণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় জোরেশোরে কাজ করছেন মাশরাফি বিন মুর্তজা। কিছুদিন আগে ওয়ানডে অধিনায়কত্ব থেকে ইস্তফা দেয়া মাশরাফি নিজ এলাকা নড়াইলের অসহায় মানুষদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন।
একই সঙ্গে নড়াইল কারাগারের কর্মকর্তা-কর্মচারী এবং বন্দীদের পাশে দাঁড়িয়েছেন সংসদ সদস্য মাশরাফি। তাদের নিরাপত্তার স্বার্থে সাবান, মাস্ক, গ্লাভস এবং স্যানিটাইজার বিতরণ করেছেন তিনি। রবিবার (১২ এপ্রিল) দুপুরে এসকল জিনিস নিয়ে কারাগারে উপস্থিত হন মাশরাফি।

তাঁর সঙ্গে আরো উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আঞ্জুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেল সুপার মুজিবর রহমান মজুমদার, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারন সম্পাদক তারিকুল ইসলাম এবং নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তা মো: রাসেল বিল্লাহ।
সাবান, মাস্ক, গ্লাভস এবং স্যানিটাইজার বিতরণ করার পর মাশরাফি বলেন, 'যারা কারাগারে আছেন তারাও আমাদের সমাজেরই মানুষ। তাদেরকেও সুরক্ষা করা আমাদেরই দায়িত্ব। আর সেই জন্যই কারাগারের সকল সদস্যদের জন্য বিভিন্ন জিনিস বিতরণ করা হল।'
করোনাভাইরাসের কারণে পুরো দেশ অবরুদ্ধ থাকায় বিপাকে পড়তে হয়েছে খেটে খাওয়া মানুষদের। শুরু থেকেই তাদের পাশে দাঁড়িয়েছেন মাশরাফি। নিজ উদ্যোগে ১২৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি এরই মধ্যে। তাঁর আহ্বানেই কিছুদিন আগে ৩১ লাখ টাকা অর্থ করোনা তহবিলে জমা দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।