promotional_ad

২০ হাজার মানুষের পাশে বিসিবি

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনা পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে আসছেন সমাজের নানা শ্রেণী পেশার মানুষ। সামর্থ্য অনুযায়ী সাহায্য করছেন দুঃস্থ এবং খেটে খাওয়া ব্যক্তিদের। পিছিয়ে নেই দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।  


বোর্ডের পক্ষ থেকে ২০ হাজার গরীব মানুষকে খাদ্য সরবরাহ করা হবে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। রবিবার একটি টিভি চ্যানেলে এমনটাই নিশ্চিত করেছেন তিনি। পুরো মাসব্যাপী এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন বিসিবির এই কর্মকর্তা। 


promotional_ad

জালাল ইউনুস বলেন, ‘ক্রিকেট বোর্ডের তহবিল থেকে আমরা চেষ্টা করছি জনসাধারণের কি কাজে আসতে পারি। ইতোমধ্যে আমরা চিন্তা ভাবনা করেছি যে প্রায় ২০ হাজার খাদ্য প্যাকেট করে যেসব জায়গায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ করোনা ভাইরাসে সেসব জায়গায় আমরা বিতরণ করবো। মাসব্যাপী এটা বিতরণ চলবে, এটা হয়তো কয়েকদিনের মধ্যেই শুরু হবে।’


হুইল চেয়ার ক্রিকেট দলের প্রতিও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিসিবি। জালাল ইউনুস জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনা করে হুইল চেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আর্থিক সহায়তা দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে। 


বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান এই প্রসঙ্গে বলেন, 'হুইল চেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনকেও আমরা কিছু আর্থিক সাহায্য করেছি। তারা আমাদের কাছে আবেদন করেছে। তারা খুব গরীব ঘরের ছেলে, খুব কষ্টে আছে। এদেরও আমরা চাচ্ছি একটা সাহায্য করতে, আমাদের সভাপতি পরিচালকদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে।’


করোনাভাইরাসের কারণে বর্তমানে পুরো স্থবির হয়ে আছে বিশ্ব। পুরো দেশ লকডাউন থাকায় বিপাকে পড়েছে সমাজের খেটে খাওয়া মানুষ। তাদের সাহায্যার্থে এরই মধ্যে এগিয়ে এসেছেন তামিম, মুশফিক, মাশরাফিরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় দলের অন্যান্য ক্রিকেটাররাও। কিছুদিন আগে ৩১ লাখ টাকা করোনা তহবিলে জমা দিয়েছেন ক্রিকেটাররা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball