ক্রিকেটাররা জানে কি করতে হবেঃ সাকিব

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ফিটনেস ধরে রাখার ব্যাপারটি ক্রিকেটাররা ভালো বুঝেন বলে বিশ্বাস করেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাঁর বিশ্বাস ঘরবন্দী অবস্থায় থাকা ক্রিকেটাররা নিজেদের ফিট রাখতে যথেষ্ট ওয়াকিবহাল।
করোনাভাইরাসের কারণে লকডাউনে রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। তবে এর মাঝেও থেমে নেই অনেক ক্রিকেটারের অনুশীলন। ঘরের মাঝেই নিজেদের ফিট রাখতে ব্যায়াম করছেন মাহমুদউল্লাহ, মুশফিক, সৌম্যরা। তাই ক্রিকেটারদের কাজটি তারাই ভালো বুঝেন বলে মনে করছেন সাকিব।

দেশের শীর্ষ একটি দৈনিককে তিনি বলেন, 'আমি নিশ্চিত, সবাই ঘরেই যার যার কাজটা করবে। ক্রিকেটাররা সবাই জানে এ রকম সময়ে তাদের কী করতে হবে। বিশেষ করে ফিটনেস ধরে রাখার কাজটা তো করতেই হবে। যদিও এই সময়ে সেদিকে মনোযোগ দেওয়াটাও কঠিন। তবে কিছু না কিছু সবারই করা উচিত।’
বর্তমানে আইসিসির নিষেধাজ্ঞা কাটানো সাকিব অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য বেশ কিছুদিন আগেই সেখানে গেছেন তিনি। সেখান থেকেই নিয়মিত খবরাখবর রাখছেন দেশের।
বৈশ্বিক মহামারী খ্যাত করোনাভাইরাসের কারণে একের পর এক স্থগিত করা হচ্ছে ক্রিকেট টুর্নামেন্টগুলো। এর মধ্যেই আইপিল এবং এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এমতাবস্থায় স্থবির হয়ে আছে গোটা ক্রিকেট বিশ্ব।