এমন বিরতি চাননি সাকিব

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
টানা খেলার মধ্যে থাকা ক্রিকেটারদের কাছে ছুটি পাওয়ার বিষয়টি পরম আকাঙ্ক্ষিত বিষয় বলে বিবেচিত হয়। কিন্তু অনাকাঙ্ক্ষিত ছুটি কখনো কখনো যে বিপত্তির কারণ হয়ে দাঁড়ায় তারই চাক্ষুষ প্রমাণ মিলছে সাম্প্রতিক সময়ে।
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে লকডাউন হয়ে আছে গোটা বিশ্ব। ভয়ঙ্কর ছোঁয়াচে এই ভাইরাসের হাত থেকে বাঁচতে নিজ নিজ বাসায় অবস্থান করতে বাধ্য হচ্ছেন ক্রিকেটার থেকে শুরু করে অন্যান্য পেশাজীবীর মানুষ।

হঠাৎ পাওয়া এই 'অনির্দিষ্টকালীন' ছুটি একেবারেই আশা করেননি কোনো ক্রিকেটার। এই তালিকায় রয়েছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। যুক্তরাষ্ট্রে গৃহবন্দী অবস্থায় থাকা সাকিবের জন্য সময়টা কিছুটা কঠিনই বলতে হবে।
একটি শীর্ষ বাংলা দৈনিককে সাকিব বলেছেন, ‘মাঝেমধ্যে তো আমরাও চেয়েছি খেলা থেকে লম্বা বিরতি পড়ুক। সবকিছু থেকে একটু বিশ্রাম নেব। পরিবারকে সময় দেব। সেটি এভাবে আসুক, তা কখনোই চাইনি।'
অনেকটা বাধ্য হয়েই পরিস্থিতি মেনে নিতে হচ্ছে সাকিবকে। লকডাউন থাকাকে ক্রিকেটারদের জন্য একটি বিরতি হিসেবে দেখছেন তিনি। তাঁর ভাষায়, 'তারপরও এটাকে সে রকম একটা বিরতি ধরে নিলেই হয়। সব সময় খেলা নিয়ে থাকতে হবে, এমন কোনো কথা নেই। এই সময় আমাদের কাছে যা চায়, আমাদের উচিত সেটাই করা। ইনশা আল্লাহ যখন পরিস্থিতি ঠিক হবে, তখন তো আবার সবাই খেলায়, অনুশীলনে ফিরবেই।’