আরও ২০ লাখ টাকা অনুদান দিচ্ছেন সাকিব

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং মিশন সেভ বাংলাদেশ এর উদ্যোগে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সুবিধাবঞ্চিত নাগরিকদের সহায়তার জন্য ২ লাখ টাকার আরও একটি তহবিল সংগ্রহ করা হয়েছে।
এর আগেও ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এরই মধ্যে ২ হাজার দুস্থ পরিবারকে সাহায্য করছে এই সংস্থা। এবার আরও বড় পরিসরে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সাকিবের এই সংগঠন।

বুধবার (৮ মার্চ) একটি ভিডিও বার্তায় এই অনুদানের বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব। প্রত্যেকের জায়গা থেকে দুস্থদের সহযোগীতার জন্য অনুরোধ করেছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
সাকিব বলেছেন, 'সবাই সুস্থ এবং নিরাপদে ভালো আছেন। আমি অনেক আনন্দ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং মিশন সেভ বাংলাদেশ ২০ লক্ষ টাকার আরও একটি ফান্ড গঠন করেছে। প্রাপ্ত এই অর্থ দিয়ে গরীব এবং দুস্থ মানুষদের খাবারের ব্যবস্থা করা হবে। আমি আশা করবো আপনারাও যার যার জায়গা থেকে সুবিধাবঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়াবেন।'
কদিন আগেই ২০ লাখ টাকার একটি তহবিল গঠন করেছিলেন সাকিব। এই তহবিল থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বেশ কিছু স্বনামধন্য হাসপাতাল ও মেডিকেল ইনস্টিটিউটকে করোনা শনাক্তকরণ কিটের ব্যবস্থা করে দেয়া হয়েছিল।