বোলিং চালিয়ে যাবঃ দিপু

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
অনূর্ধ্ব ১৫ এবং ১৭ দলে নিয়মিত বোলিং করতেন শাহাদাত হোসেন দিপু। কিন্তু অনূর্ধ্ব ১৯ দলে খেলতে আসার পর পুরোদস্তুর একজন ব্যাটসম্যান হিসেবে পরিচিতি পান তিনি। গত যুব বিশ্বকাপেও ব্যাট হাতে আলো ছড়ান এই ১৮ বছর বয়সী তরুণ।
যদিও নিজেকে একজন অফ স্পিন অলরাউন্ডার হিসেবে ভাবতে বেশি পছন্দ করেন দিপু। বোলিংয়ে পারদর্শীতার প্রমাণ জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও অবশ্য দেখিয়েছেন তিনি। বিসিবি একাদশের হয়ে খেলতে নেমে ১৬ রান খরচায় ৩ উইকেট শিকার করেন এই তরুণ।

বোলিংয়ে ধাঁর বাড়াতে নিয়মিত নেটেও অনুশীলন করেন দিপু। এই প্রসঙ্গে তিনি বলেন, 'আমি যখন অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ খেলি হয়তোবা তখন কেউ দেখেনি। আমি তখন থেকেই বল করতাম সব জায়গায়, সব সফরে। নেটেও আমি সবসময় বোলিং অনুশীলন করি আর সেটা করে যাবো।'
বোলিং করতে পছন্দ করলেও অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বল হাতে দেখা যায়নি দিপুকে। এর কারণ অবশ্য তিনি নিজেই জানিয়েছেন। মূলত বিশ্বকাপে তাঁর চেয়ে ভালো বোলিং অপশন থাকায় সুযোগ পাননি তিনি।
দিপুর ভাষ্যমতে, 'আপনাদেরতো বলেছি এর আগে যে বিশ্বকাপে আমাদের অনেক বোলিং অপশন ছিল, সবাই ভালোও করেছে ফলে আমাকে আসতে হয়নি। কিন্তু আমি আগে থেকেই বল করি , ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটাও রাখতে চাই।'