promotional_ad

হোম কোয়ারেন্টাইনে সাদমান-মৃত্যুঞ্জয়

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়া থেকে বুধবার (১৮ মার্চ) দেশে ফিরেছেন সাদমান ইসলাম অনিক এবং মৃত্যুঞ্জয় চৌধুরী। মরণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় দেশে পা রেখেই হোম কোয়ারেন্টাইনে চলে যান এই দুই ক্রিকেটার। 


করোনাভাইরাস প্রতিরোধ করতে বিদেশ থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার। সেই মোতাবেক সাদমান ও মৃত্যুঞ্জয় স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেছেন। তাদের সঙ্গে দেশে ফেরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরীও রয়েছেন হোম কোয়ারেন্টাইনে।



promotional_ad

এই প্রসঙ্গে দেবাশিষ নিজেই বলেন, ‘আমরা দু’দিন হলো অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছি। আমার সঙ্গে অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছে অনিক ও মৃত্যুঞ্জয়ও। এখন তিনজনই হোম কোয়ারেন্টিনে আছি। সরকারের এটি নির্দেশ।'


করোনা মোকাবেলায় বিদেশ থেকে আগত প্রত্যেক ব্যক্তিকে এই নিয়ম মানা উচিত বলে মনে করেন দেবাশিষ। তাঁর ভাষ্যমতে, 'আমাদের এটা মানতেই হবে। আমরা যদি না মানি অন্যদের জন্য এটি বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। এটা বিদেশ থেকে যারা আসবে সবারই উচিত। নিজে যেন ভুল করে অন্যের জন্য বিপদ না হয় এটাই ভাবতে হবে। করোনা নিয়ে কোন ঝুঁকি নেয়া যাবে না।’


গত জানুয়ারিতে কব্জির ইনজুরিতে পড়েন জাতীয় দলের ওপেনার সাদমান। অপরদিকে কাঁধে চোট পাওয়ায় গত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চলাকালীন দেশে ফিরতে হয় তরুণ পেসার মৃত্যুঞ্জয়কে। পরবর্তীতে চলতি মাসে অস্ত্রোপচারের জন্য অস্ট্রেলিয়ায় যান তারা। 



সেখানে শল্যবিদ গ্রেগ হয়ের অধীনে চিকিৎসা সম্পন্ন হয় এই দুই ক্রিকেটারের। ক্রিকেটে পুরোপুরি ফিরতে তিন মাসের অধিক সময় লাগবে অনিক ও মৃত্যুঞ্জয়ের বলে নিশ্চিত করেছেন চিকিৎসক দেবাশিষ। তিনি বলেন,  'ওরা দু’জন (সাদমান-মৃত্যুঞ্জয়) ভালো আছে। মাঠে ফেরার বিষয়টা এখন বলা কঠিন। তবে তিন মাস লাগবেই। বেশিও লাগতে পারে।'  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball