শরিফুলের চোখে দর্শকরাই প্রেরণা

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে ১৭৭ রানে অল আউট করে দিয়েছে বাংলাদেশ। যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হতে বাংলাদেশের দরকার ১৭৮ রান। এবারই প্রথমবারের মতো যুব বিশ্বকাপে অল আউট হওয়ার স্বাদ পেয়েছে ভারত।
হাইভোল্টেজ এই ম্যাচের শুরু থেকেই ভারতের ব্যাটসম্যানদের চাপে রেখেছেন বাংলাদেশের বোলাররা। নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে ভারতীয়দের নাগালেই রেখেছে বাংলাদেশ।

ইনিংস বিরতিতে বাংলাদেশ যুব দলের পেসার শরিফুল ইসলাম জানিয়েছেন, দর্শকরাই তাদের উৎসাহ যুগিয়েছেন। এটাই কাজে দিয়েছে ম্যাচটিতে। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে হওয়া এই ম্যাচ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপভোগ করছেন। তাঁরা শুরু থেকেই টাইগার যুবাদের প্রেরণা দিয়ে গেছেন।
এ প্রসঙ্গে শরিফুল বলেছেন, 'আমাদের দর্শকরা অনেক উৎসাহ দিয়েছে। খুব উপভোগ করেছি। যখন তারা বাংলাদেশ বাংলাদেশ করে চিল্লিয়েছে আমরা অনেক এনার্জি পেয়েছি। এগুলোই ম্যাচে কাজে এসেছে।'
ভারতের ব্যাটসম্যানদের মধ্যে মাত্র তিনজন ব্যাটসম্যান তিন অঙ্কে পৌঁছুতে পেরেছেন। ভারতের হয়ে সর্বোচ্চ ৮৮ রানের ইনিংস খেলেছেন যাশাসবি জয়সাওয়াল। এ ছাড়া তিলক ভার্মা ৩৮ এবং ধ্রুভ জুরেল করেছেন ২২ রান।