পিনাক-আফিফে ঘুরে দাঁড়াল পূর্বাঞ্চল

ছবি: ছবিঃ ওয়ালটন

|| ডেস্ক রিপোর্ট ||
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) খেলায় পূর্বাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৮২ রান করেছে দক্ষিণাঞ্চল। জবাবে প্রথম ইনিংসে ৩০৬ রানে অলআউট হয়ে ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটে ৩২৩ রান করেছে পূর্বাঞ্চল। শেষদিনের আগে ১৪৭ রানের লিড পেয়েছে তারা।
আগের দিন পাঁচ উইকেটে ২৭০ রান করা পূর্বাঞ্চল তৃতীয় দিনের শুরুতে অলআউট হয়। নাসির হোসেন (২৮), জাকির হাসানরা (২৫) কেউই বেশি অবদান রাখতে পারেননি। দক্ষিণাঞ্চলের হয়ে পাঁচ উইকেট নেন মেহেদী হাসান। তিন উইকেট নিয়েছেন আব্দুর রাজ্জাক।
দ্বিতীয় ইনিংসে পিনাক ঘোষের সেঞ্চুরিতে বেশ সাবলীলভাবে ফলো অন কাটিয়ে উঠে পূর্বাঞ্চল। পিনাক সেঞ্চুরি করলেও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন মোহাম্মদ আশরাফুল। ২৭ বলে ২৮ রান করে রানআউটের শিকার হন তিনি।

এ ছাড়া ইয়াসির আলী (৩), ইমরুল কায়েস (১৬) ও নাসির হোসেনরাও (২২) এদিন ব্যর্থ হন। আশরাফুলের মতো সেঞ্চুরি হাঁকানো পিনাক ঘোষও রানআউটের শিকার হন। ফেরার আগে ১৪টি চার ও চারটি ছক্কায় ১২১ রান করেন তিনি।
২২৭ রানে পাঁচ উইকেট হারানো দলটি এ দিন পুনরায় পথ দেখতে পায় আফিফ হোসেনের ব্যাটে। ৯৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন তিনি। তাঁর সঙ্গী জাকির হাসান আছেন ২৮ রানে।
সংক্ষিপ্ত স্কোরঃ
দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসঃ ৪৮২/১০ (১০১.৩ ওভার)
(সোহান ১৫৫, বিজয় ১২৯, মেহেদী ১১২; রেজাউর ৩/৯৬)
পূর্বাঞ্চল প্রথম ইনিংসঃ ৩০৬/১০ (৯৫.২ ওভার)
(পিনাক ৮০, আশরাফুল ৭১; মেহেদী ২/৯৮)
পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংসঃ ৩২৩/৫ (৭০ ওভার) (ফলো অন)
(পিনাক ১২১, আফিফ ৯৩*; রাব্বি ১/২৭)