কক্সবাজারে পিনাকের সেঞ্চুরি, ব্যর্থ আশরাফুল

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) খেলায় পূর্বাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৮২ রান করেছে দক্ষিণাঞ্চল। জবাবে প্রথম ইনিংসে ৩০৬ রানে অলআউট হয়ে ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারো ব্যাটিংয়ে নেমেছে পূর্বাঞ্চল।
কক্সবাজারে পিনাকের সেঞ্চুরি, ব্যর্থ আশরাফুলঃ
পিনাক ঘোষের সেঞ্চুরিতে ইতোমধ্যেই ফলো অন কাটিয়ে উঠেছে পূর্বাঞ্চল। পিনাক সেঞ্চুরি করলেও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন মোহাম্মদ আশরাফুল। ২৭ বলে ২৮ রান করে রানআউটের শিকার হন তিনি।

এ ছাড়া ইয়াসির আলী (৩), ইমরুল কায়েস (১৬) ও নাসির হোসেনরাও (২২) এদিন ব্যর্থ হন। আশরাফুলের মতো সেঞ্চুরি হাঁকানো পিনাক ঘোষও রানআউটের শিকার হন। ফেরার আগে ১৪টি চার ও চারটি ছক্কায় ১২১ রান করেন তিনি।
সংক্ষিপ্ত স্কোরঃ
দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসঃ ৪৮২/১০ (১০১.৩ ওভার)
(সোহান ১৫৫, বিজয় ১২৯, মেহেদী ১১২; রেজাউর ৩/৯৬)
পূর্বাঞ্চল প্রথম ইনিংসঃ ৩০৬/১০ (৯৫.২ ওভার)
(পিনাক ৮০, আশরাফুল ৭১; মেহেদী ২/৯৮)
পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংসঃ ২৪৪/৫ (৫৪ ওভার) (ফলো অন)
(আফিফ ৩৬*, জাকির ৬*)