promotional_ad

বিজয়-সোহানের পর মেহেদীর সেঞ্চুরি

ছবিঃ ওয়ালটন
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) খেলায় মুখোমুখি হয়েছে দক্ষিণাঞ্চল এবং পূর্বাঞ্চল। টস হেরে ব্যাটিং করছে দক্ষিণাঞ্চল।


বিজয়-সোহানের পর মেহেদীর সেঞ্চুরিঃ


বিজয় ফেরার পর সোহানের সঙ্গে যোগ দেন মেহেদী হাসান। এই অলরাউন্ডার তুলে নেন আগ্রাসী সেঞ্চুরি। ৭৫ বলে দশটি চার ও সাতটি ছক্কায় সেঞ্চুরির দেখা পান মেহেদী। দেড়শ রানের কাছাকাছি সোহান।



promotional_ad

ফিরলেন বিজয়, সোহানের সেঞ্চুরিঃ


বিজয়-সোহান মিলে ১৯০ রানের জুটি গড়েন। ১৪টি চার ও চারটি ছক্কায় ১২৯ রানে রানআউট হয়ে ফিরে যান বিজয়। সেঞ্চুরি পেয়েছেন সোহানও। সেঞ্চুরি করার পথে ১৪টি চার ও দুটি ছক্কা হাঁকান সোহান।


বিজয়ের সেঞ্চুরি, আশির ঘরে সোহানঃ


ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণাঞ্চলের। দলীয় ১৬ রানের মধ্যে তিন উইকেট হারানোর পর ৬১ রানে চতুর্থ উইকেট হারায় দলটি। রেজাউর রহমানের বোলিং তোপে একে একে ফিরে যান শাহরিয়ার নাফিস (১), ফাজলে মাহমুদ (১২) ও শামসুর রহমান (০)।



এরপর আল আমিনকে (১৮) ফেরান সাকলাইন সজীব। ওপেনার এনামুল হক বিজয়ের সঙ্গে এরপরে হাল ধরেন নুরুল হাসান সোহান।


সংক্ষিপ্ত স্কোরঃ


দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসঃ ৪১৮/৫ (৮২.৪ ওভার)
(সোহান ১৪৫*, মেহেদী ১০৬*)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball