সেঞ্চুরির কাছাকাছি লিটন

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম লেগের ম্যাচে শাহরিয়ার নাফিস, শামসুর রহমান ও মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরিতে উত্তরাঞ্চলের সামনে ৪৫৪ রানের বিশাল সংগ্রহ ছুঁড়ে দিয়েছে দক্ষিণাঞ্চল। জবাবে ম্যাচের শেষ দিন ব্যাটিং করছে উত্তরাঞ্চল।
বিনা উইকেটে ২২ রানে আগের দিন শেষ করা উত্তরাঞ্চল শেষ খবর পাওয়া পর্যন্ত সংগ্রহ করেছে তিন উইকেটে ২২৯ রান। হাতে আছে সাত উইকেট। ৭৫ রানে ব্যাটিং করছেন লিটন। তাঁর সঙ্গী অধিনায়ক নাঈম ইসলাম করেছেন ৫ রান।
এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে ৩৯৮ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে দক্ষিণাঞ্চল। নাফিস ১১১, শামসুর ১০৯ ও মাহমুদউল্লাহ ১০০* রান করেন।

প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চল করে ২৬২ রান। জবাবে উত্তরাঞ্চল ২০৭ রানে অলআউট হয়।
সংক্ষিপ্ত স্কোরঃ
দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসঃ ২৬২/১০ (৬৭.৪ ওভার)
(রাব্বি ১২৫, মাহমুদউল্লাহ ৩১; সুমন ৩/৬৭)
উত্তরাঞ্চল প্রথম ইনিংসঃ ২০৭/১০ (৭৭.১ ওভার)
(আরিফুল ৫৮*, রনি ৫৫; শফিউল ৬/৪০, রাজ্জাক ৪/৭২)
দক্ষিণাঞ্চল দ্বিতীয় ইনিংসঃ ৩৯৮/৩ (১০২ ওভার) (ইনিংস ঘোষণা)
(নাফিস ১১১, শামসুর ১০৯, মাহমুদউল্লাহ ১০০*, বিজয় ৬৪*; আরিফুল ২/৫১)
উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংসঃ ২২৯/৩ (৬৬.৪ ওভার) (লক্ষ্য ৪৫৪ রান)
(লিটন ৮১*, নাঈম ১৩*)