এবার ভিন্ন রুবেলকে দেখছিঃ বাশার

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টেস্ট ক্যারিয়ারের এক দশক পেরিয়ে গেলেও এই ফরম্যাটে বাংলাদেশের ভরসা হয়ে উঠতে পারেননি রুবেল হোসেন। বাজে পারফরম্যান্সের কারণে তিনি বাদ পড়েছেন অনেকবার। দলেও ফেরানো হয়েছে নতুন আশা নিয়ে। তবে কাজের কাজ হয়নি কিছুই।
এবার পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট এবং জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলে ফেরানো হয়েছে রুবেলকে। বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ফেরানো হয়েছে এই ডানহাতি পেসারকে। এবার তারা নতুন রুবেলকে দেখছেন তারা।

এ প্রসঙ্গে বাশার বলেছেন, 'রুবেল ইন মুস্তাফিজ আউট ঠিক বলেছেন। রুবেলের গড় নিয়ে একটু প্রশ্ন থাকতেই পারে। ভালো বোলিং করছে। এবার আমরা ভিন্ন রুবেলকে দেখেছি। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ভালো করেছে। বিসিএলেও ভালো বোলিং করছে। একটু পরিবর্তন দেখতে পারছি ওর মধ্যে। উইকেট নিচ্ছে সে। আমরা তাঁর সাম্প্রতিক ফর্মটা বিবেচনা করেছি।'
ক্যারিয়ারে ২৬ টেস্ট খেলে রুবেলের উইকেট কেবল ৩৩টি। তাঁর বোলিং গড় ৮০.৩৩। অন্তত ১০টি টেস্ট খেলা বোলারদের মধ্যে রুবেলের গড়ই সবচেয়ে বেশি। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে বড় ফরম্যাটের ক্রিকেটেও দারুণ কিছু করে দেখাতে পারেননি তিনি।
চলতি বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) পূর্বাঞ্চলের হয়ে খেলছেন রুবেল। প্রথম ইনিংসে ১০ ওভারে ৩৪ দিলেও তিনি ছিলেন উইকেট শূন্য। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৪ ওভারে ২০ রান দিয়ে উইকেট শূন্য আছেন রুবেল।