promotional_ad

এক ম্যাচ আগেই সিরিজ হারল বাংলাদেশ

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। বাবর আজম এবং মোহাম্মদ হাফিজের জোড়া হাফ সেঞ্চুরিতে ২০ বল হাতে রেখেই জয় পেয়েছে পাকিস্তান। ফলে এক ম্যাচ আগেই সিরিজ হারের স্বাদ পেল বাংলাদেশ।


মাঝারি লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। তারা দলীয় ৬ রানেই হারায় ওপেনার আহসান আলীর উইকেট। নিজের প্রথম ওভারের চতুর্থ বলে রানের খাতা খোলার আগেই পাকিস্তানি এই ওপেনারকে মাহমুদউল্লার ক্যাচ বানিয়ে আউট করেন শফিউল ইসলাম।


এরপর দ্বিতীয় উইকেটে দারুণ এক জুটি গড়েন বাবর আজম এবং মোহাম্মদ হাফিজ। বাবরকে সঙ্গে নিয়ে ৩৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন হাফিজ। বাবর হাফ সেঞ্চুরি পেয়েছেন ৩৫ বলে। এই দুজন ১৩১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে পাকিস্তানকে জয়ের বন্দরে পৌঁছে দেন বাবর (৬৬*)-হাফিজ (৬৭*)।



promotional_ad

এর আগে, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ইনিংসের সূচনা ভালো করেনি বাংলাদেশ। দ্বিতীয় ওভারে বিদায় নেন তরুণ ওপেনার নাঈম শেখ। শাহিন আফ্রিদির বলে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরে যান তিনি। 


তিনে নেমে ব্যর্থ হন মেহেদী হাসান। বিপিএলে চমক জাগানো এই অলরাউন্ডার ১২ বলে নয় রান করে মোহাম্মদ হাসনাইনের বলে বিদায় নেন। ব্যর্থতার মিছিলে যোগ দেন লিটন দাসও।


১৪ বলে আট রান করে শাদাব খানের বলে লেগ বিফর উইকেট হয়ে ফিরে যান তিনি। এরপর ২০ বলে ২১ রান করে ফিরেছেন আফিফ হোসেন। হাসনাইনের বলে হারিস রউফকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।


ইনিংসের ১৬ ওভারে হাফ সেঞ্চুরির দেখা পান মন্থর গতিতে খেলা তামিম। শেষপর্যন্ত তিনি ফিরে যান ৫৩ বলে ৬৫ রান করে। ইনিংসে ছিল সাতটি চার ও একটি ছয়ের মার। শেষদিকে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ১২ বলে ১২, সৌম্য সরকার ৫ বলে ৫* ও আমিনুল ইসলাম ৪ বলে ৮* রান করেন। 



সংক্ষিপ্ত স্কোরঃ


বাংলাদেশঃ ১৩৬/৬ (২০ ওভার) (তামিম ৬৫, আফিফ ২১; হাসনাইন ২/২০)


পাকিস্তানঃ ১৩৭/১ (১৬.৪ ওভার) (বাবর ৬৬*, হাফিজ ৬৭*)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball