promotional_ad

জীবনের মর্ম বুঝতে পারছেন সাকিব

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জুয়াড়ির দেয়া প্রস্তাব গোপন করায় নিষেধাজ্ঞা ভোগ করছেন সাকিব আল হাসান। এরপরও তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। এরই প্রমাণ পাওয়া গেছে লাইফবয়ের সঙ্গে সাকিবের পথ চলার নবম বছর পূর্তি অনুষ্ঠানে। 


এই অনুষ্ঠানে সাকিবের সঙ্গে নতুন করে আরও তিন বছরের চুক্তি করেছে লাইফবয়। মানুষের অপরিসীম ভালোবাসা এবং সমর্থন পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করা সাকিব সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।



promotional_ad

বাংলাদেশের সেরা এই অলরাউন্ডার বলেন, ‘এটা আসলে আপনারাও জানেন, জীবিত থাকলে মানুষের মর্ম বোঝা যায় না। আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি জীবিত থাকতেই মর্ম বুঝতে পারছি। এখানে সবার ভালোবাসা এবং সমর্থন যেহেতু আছে সেহেতু এখানে আমার দায়িত্ব আরও বেড়ে যায়। আমি চেষ্টা করব তাদের এই ভালবাসার প্রতিদান দেয়ার।’ 


এরই মধ্যে আইসিসির দেয়া নিষেধাজ্ঞার ৮৫ দিন অতিবাহিত হয়েছে সাকিবের। দীর্ঘদিন ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত থাকা সাকিব স্বাভাবিকভাবেই মিস করছেন খেলাটিকে। 


তাঁর ভাষ্যমতে,  ‘একটা জিনিসের সঙ্গে যখন আপনার অনেক দিনের সম্পৃক্ততা থাকবে, সেটা আপনার পছন্দ কিংবা অপছন্দের হোক, আপনি চান কিংবা না চান, আপনি সেটাকে মিস করবেন। আমার ক্ষেত্রেও ভিন্ন কিছু না। স্বাভাবিকভাবেই মিস করছি এবং এটা খুবই সাধারণ একটা মানুষের ক্ষেত্রে।’ 



জুয়াড়ির কাছ থেকে তিনবার প্রস্তাব পাওয়ার পরও আইসিসিকে অবগত না করায় গত বছরের অক্টোবরে সাকিবকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball