বিপিএল ফাইনালে টস জিতলেন মুশফিক

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে রাজশাহী রয়্যালসের বিপক্ষে মাঠে নামছে খুলনা টাইগার্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
ইতোমধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনা টাইগার্স অধিনায়ক মুশফিকুর রহিম। ফলে কিছুক্ষণের মধ্যে ব্যাটিংয়ে নামবে রাজশাহী রয়্যালস।
বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী রয়্যালসকে ২৭ রানে হারায় খুলনা টাইগার্স। এরই সঙ্গে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন দলটি। ফাইনালে অবশ্য আবারো পুরনো প্রতিপক্ষকেই পেয়েছে খুলনা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ১৫ জানুয়ারি (বুধবার) দ্বিতীয় কোয়ালিফায়ারে ২ উইকেটের জয় নিয়ে ফাইনালে ওঠে আন্দ্রে রাসেলদের রাজশাহী। ফলে মুশফিকদের হারিয়ে শিরোপা জেতার সুযোগ সৃষ্টি হয়েছে তাদের সামনে।
রাজশাহী রয়্যালস একাদশ (সম্ভাব্য)-
লিটন দাস, আফিফ হোসেন, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), অলক কাপালি, শোয়েব মালিক, আন্দ্রে রাসেল (অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, ফরহাদ রেজা, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহি, মোহাম্মদ ইরফান।
খুলনা টাইগার্স একাদশ (সম্ভাব্য)-
নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, রাইলি রুশো, শামসুর রহমান, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাজিবউল্লাহ জাদরান, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, শফিউল ইসলাম, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব।