promotional_ad

বিপ্লবকে দিয়ে সাকিবের অভাব ঘোচাতে চান ডমিঙ্গো

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জুয়াড়ির প্রস্তাব আইসিসিকে না জানানোয় আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা ভোগ করছেন সাকিব আল হাসান। দেশের সেরা এই অলরাউন্ডারকে ছাড়াই আসন্ন পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। 


সাকিবের অভাব খুব বেশি বোধ করছেন না দলের দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডমিঙ্গো। তাঁর বিশ্বাস সাকিবের অনুপস্থিতিতে স্পিন বিভাগ সামলানোর মতো বোলার আছে বাংলাদেশের। এক্ষেত্রে লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের প্রতি আস্থা রাখছেন বাংলাদেশ দলের কোচ। 



promotional_ad

বিপ্লবকে দলের জন্য এক্স ফ্যাক্টর দাবি করে ডমিঙ্গো বলেন, 'তরুণ লেগ স্পিনার বিপ্লব এসেছে। একজন তরুণ রিস্টস্পিনারকে পাওয়া দারুণ একটি ব্যাপার। এটি আমাদের এক্স ফ্যাক্টর এনে দিবে। এখানে কিছু রহস্য এবং পার্থক্য থাকবে। লেগ স্পিনাররা হয়তো কিছু রান খরচ করবে, কিন্তু তাঁর সামর্থ্য রয়েছে উইকেট নেয়ার।'


বিপ্লবকে নিজের কাজটি সঠিকভাবে করতে দেয়ার জন্য মাহমুদউল্লাহ, মোসাদ্দেক এবং আফিফদের সহযোগিতা করার আহ্বান জানান ডমিঙ্গো। তাঁর মতে অন্যান্য স্পিনাররা রক্ষণাত্মক ভূমিকা পালন করতে পারলে তরুণ এই লেগ স্পিনার তাঁর কারিশমা দেখাতে সক্ষম হবে।


প্রোটিয়া এই কোচ বলেন, 'আফিফ হোসেন, মাহমুদউল্লাহ এবং মোসাদ্দেকের মতো ছেলেদের উপায় খুঁজে বের করতে হবে এক্ষেত্রে। এটি গুরুত্বপূর্ণ যে অন্যান্য স্পিনাররা আমাদের জন্য রক্ষণাত্মক ভূমিকা পালন করে বিপ্লবকে তাঁর নিজের কাজটি করার জন্য।' 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball