promotional_ad

জুটিতে সাকিব-মুশফিকের রাজত্ব

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৯ সালে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান করেছে সাকিব আল হাসান-মুশফিকুর রহিম জুটি। ৯ ম্যাচে ৭২.৫০ গড়ে ৫৮০ রান এসেছে এই জুটি থেকে। যেখানে রয়েছে ২টি সেঞ্চুরি এবং ২টি হাফ সেঞ্চুরি।


গেল বছর ওয়ানডে ফরম্যাটে জুটিতে সবচেয়ে বেশি রান করার তালিকায় ১০ নম্বরে আছেন সাকিব-মুশফিক। তবে গড়ের দিক দিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছেন বাংলাদেশের এই দুই অভিজ্ঞ ক্রিকেটার।



promotional_ad

গেল বছর জুটির পাশাপাশি ব্যক্তিগতভাবে ব্যাগ ভরে রান করেছেন সাকিব এবং মুশফিক। ১৮ ইনিংসে ৫০.২৬ গড়ে ৭৫৪ রান এসেছে মুশফিকের ব্যাট থেকে। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে যা সর্বোচ্চ। তাঁর রয়েছে ৫টি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি।


১১ ম্যাচে ৯৩.২৫ গড়ে ৭৪৬ রান করেছেন সাকিব। যার মধ্যে ইংল্যান্ড বিশ্বকাপে এসেছে ৮ ম্যাচে ৬০৬ রান। ২টি সেঞ্চুরি এবং ৭টি হাফ সেঞ্চুরি হাঁকানো এই অলরাউন্ডার গেল বছরে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।


এক নম্বরে আছে ভারতের রোহিত শর্মা-লোকেশ রাহুল জুটি। জুটিতে ১১ ম্যাচে ৯১.৬৩ গড়ে ১ হাজার ৮ রান করেছেন দুজন। যেখানে আছে ৫টি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি।



দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ডের জেসন রয়-জনি বেয়ারস্টো জুটি। গেল বছর দুজন মিলে করেছেন ৯৪২ রান। ৮৫.৬৩ গড়ে ৬টি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি এসেছে এই দুজনের ব্যাট থেকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball