promotional_ad

বাংলাদেশের পেসারদের সঙ্গে সম্পর্ক গড়ছেন গিবসন

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ওয়ারিয়র্সের কোচ হিসেবে আছেন ওটিস গিবসন। এই ক্যারিবিয়ান কুমিল্লার দায়িত্ব নেয়ার সময় বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্বে ছিলেন চার্ল লেঙ্গেভেল্ট। কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ হওয়ার প্রস্তাব পেয়ে বাংলাদেশের চাকরি ছেড়েছেন তিনি।


বাংলাদেশের সম্ভাব্য পরবর্তী পেস বোলিং কোচ হোওয়ার দৌড়ে আছেন গিবসন। একথা সোমবার (৬ জানুয়ারি) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে  জানিয়েছেন তিনি। সেই লক্ষ্যেই বাংলাদেশের পেসারদের সঙ্গে সম্পর্ক গড়ায় মনোযোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই সাবেক কোচ।



promotional_ad

কুমিল্লার হয়ে এবারের বিপিএলে খেলছেন জাতীয় দলের পেসার আল আমিন হোসেন। তাঁর সঙ্গে ইতোমধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠেছে গিবসনের। বাংলাদেশের তরুণ এবং অভিজ্ঞ পেসারদের শেখানোর ইচ্ছে পোষণ করেছেন এই কোচ।


এ প্রসঙ্গে গিবসন বলেছেন, 'কিছু ক্রিকেটারকে আমি এর মধ্যেই চিনতে পেরেছি। আল আমিন আছে আমাদের দলে, সে জাতীয় দলের পেসার। একটা সম্পর্ক তাই গড়ে উঠেছে।'


গিবসন নিজেও ক্রিকেটার ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টেস্ট এবং ১৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। অভিজ্ঞতা থাকার ফলে ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক গড়তে সমস্যা হয়না বলে মনে করেন তিনি।



গিবসনের ভাষ্যমতে, 'আমি নিজেও ক্রিকেটার ছিলাম, তাই ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক কিভাবে গড়ে তুলতে হয়, জানা আছে আমার। এখানে এসে তাই তরুণ পেসারদের, এমনকি অভিজ্ঞদেরও কিছু শেখাতে আমার সমস্যা নেই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball