নিজেকে দুষছেন সৌম্য

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে ছন্দে নেই সৌম্য সরকার। ৯ ম্যাচে মাত্র একটি হাফ সেঞ্চুরি পেয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ব্যাটিং গড়টা তাই তাঁর নামের পাশে বেমানানই, ৩০.৭৫।
কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে ৯ ম্যাচ খেলা সৌম্য ১৪৩.০২ স্ট্রাইকরেটে ২৪৬ রান করেছেন। এমন ব্যাটিংয়ের দায়ভার নিজের কাঁধেই নিচ্ছেন সৌম্য। বেশ কয়েকটি ম্যাচে তিনি ৩০-৪০ এর ঘরে গিয়ে আউট হয়েছেন। সৌম্য মনে করেন, এই ইনিংসগুলো আরও বড় করা উচিত ছিল।

বাঁহাতি এই ওপেনার বলেছেন, ‘ভালো না করতে পারার দায়ভার অবশ্যই আমার। সর্বশেষ দুটি ম্যাচে পাঁচ ও ছয় করেছি, আমার ভালো করা উচিত ছিলো। আমি কয়েকটি ম্যাচে ৩০ বা ৪০ করেছি। অথচ ওই ইনিংসগুলো আরও বড় করা উচিত ছিলো আমার।’
ব্যাট হাতে সেরা ফর্মে না থাকলেও বল হাতে নিয়মিত উইকেট পাচ্ছেন সৌম্য। বঙ্গবন্ধু বিপিএলে ৮.৯৭ ইকোনমিতে ১১ উইকেট নিয়েছেন ডানহাতি এই মিডিয়াম পেসার। এমন বোলিং পারফরম্যান্স নিয়ে অলরাউন্ডার সত্ত্বার জানান দিয়েছেন তিনি।
বোলিং প্রসঙ্গে সৌম্য বলেছেন, ‘বোলিংটা উপভোগ করছি। নরমালি শুধু ব্যাটিং করলে যদি ব্যাটিংটা খারাপ হয়, তাহলে মনে হয় আজকের দিনটাই খারাপ গেল। কিন্তু বোলিংটা করলে একটা আশা থাকে। মনে হয় যে আরও ভালো কিছু করার সুযোগ আছে। ভালো কিছু করতে পারলে দিন শেষে একটা তৃপ্তি থাকে।’