২০২০ সালে বাংলাদেশের ক্রিকেট সূচি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০২০ সালের অধিকাংশ সময় ক্রিকেটে ব্যস্ত থাকতে হবে বাংলাদেশকে। চলতি মাসে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশের। যদিও সফরটি এখনও নিশ্চিত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এরপর মার্চে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। এই সফরে একটি টেস্ট এবং, ৫টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে তারা। এই সিরিজের পর এক মাস বিরতি পাবে বাংলাদেশ। এরপর আগামী মে মাসে ৩টি ওয়ানডে এবং ৪টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফর যাওয়ার কথা রয়েছে তাদের।

জুন মাসে ২টি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এরপরের মাসে অর্থাৎ জুলাইয়ে বাংলাদেশ সফরে আসার কথা শ্রীলঙ্কা ক্রিকেট দলের। এই সফরে তিনটি টেস্ট ম্যাচ খেলবে তারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজটি শুরু হবে আগস্ট। এরপর সেপ্টেম্বর এবং অক্টোবরে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ।
বাংলাদেশ দলের ২০২০ সালের ক্রিকেট সূচিঃ
টুর্নামেন্ট | তারিখ |
বাংলাদেশ দলের পাকিস্তান সফর (নিশ্চিত হয় নি) | জানুয়ারি-ফেব্রুয়ারি |
জিম্বাবুয়ের বাংলাদেশ সফর (এক টেস্ট, ৫ টি-টোয়েন্টি | মার্চ |
বাংলাদেশের আয়ারল্যান্ড সফর (৩ ওয়ানডে, ৪ টি-টোয়েন্টি) | মে |
অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর (২টি টেস্ট) | জুন |
বাংলাদেশের শ্রীলঙ্কা সফর (৩টি টেস্ট) | জুলাই-আগস্ট |
নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর (২টি টেস্ট) | আগস্ট-সেপ্টেম্বর |
এশিয়া কাপ (টি-টোয়েন্টি) | সেপ্টেম্বর |
টি-টোয়েন্টি বিশ্বকাপ | ১৮ অক্টোবর-২৫ নভেম্বর |