রাসেলকে আরও সময় দিতে বলছেন রাহি

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী রয়্যালসের অধিনায়কত্ব করছেন আন্দ্রে রাসেল। এই ক্যারিবীয় অলরাউন্ডারের অধীনে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করছে দলটি।
৫ ম্যাচ খেলে ৪ জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে অবস্থান করছে তাঁরা। এমন পারফরম্যান্সের পরও রাজশাহীর খেলোয়াড়দের আরও ভালো করে চিনতে রাসেলকে আরও সময় দেয়া প্রয়োজন বলে মনে করেন আবু জায়েদ রাহি।

রাজশাহীর এই পেসার বলেছেন, 'যেহেতু পাঁচ নম্বর ম্যাচ চলছে। সে আরেকটু চিনবে প্লেয়ারদের। আমার মনে হয় আরেকটু চেনার প্রয়োজন আছে। আস্তে আস্তে প্লেয়ারদের চিনতে পারছে।'
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আন্দ্রে রাসেলের দল কুমিল্লা ওয়ারিয়র্সকে হ??রিয়ে নিজেদের চতুর্থ জয় তুলে নিয়েছে। এই ম্যাচে ৯ জন বোলার ব্যবহার করেছেন রাসেল। রাহী মনে করেন সেমি ফাইনাল-ফাইনালের জন্য বোলারদের পরীক্ষা নিরীক্ষা করছেন রাসেল।
এ প্রসঙ্গে রাহির ভাষ্য, 'আমার মনে হয় গ্রুপ পর্বে সব বোলারই ইউজ করতে পারছে। বুঝতে পারছে, সেমি ফাইনাল- ফাইনাল যদি খেলি আমরা কোন বোলার ইউজ করবো।'