promotional_ad

বাংলাদেশ ক্রিকেট নিয়ে অভিমান করতে পারি নাঃ আকরাম

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে দীর্ঘ দিন ধরে সম্পৃক্ততা আকরাম খানের। জাতীয় দলের সাবেক এই অধিনায়কের হাত ধরেই আইসিসি ট্রফি জয় করে বাংলাদেশ। দেশের ক্রিকেটে নতুন দিগন্তের সূচনা করার অন্যতম পথপ্রদর্শক তিনি।


২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও পুরোপুরি ক্রিকেটকে ছাড়তে পারেননি তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ৫১ বছর বয়সী আকরাম খান। 



promotional_ad

ক্রিকেট যার রক্তে মিশে আছে, সেই আকরাম কখনোই দেশের ক্রিকেট নিয়ে অভিমান করতে পারেন না। বিজয় দিবস উপলক্ষে সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রীতি ম্যাচ শেষে এমনটা নিজেই জানিয়েছেন আকরাম। সাবেক এই অধিনায়ক বলেন, 'বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমি কখনো অভিমান করতে পারি না।'


মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করে বিসিবি। শহীদ জুয়েল একাদশ এবং শহীদ মুশতাক একাদশ- এই দুই দলে ভাগ হয়ে ম্যাচটি খেলেন তারা। 


মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচটিতে আকরাম খানদের দল শহীদ জুয়েল একাদশকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারায় শহীদ মুশতাক একাদশ। 



ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শহীদ জুয়েল একাদশের অধিনায়ক মিনহাজুল আবদীন নান্নু। সম্পূর্ণ ২০ ওভার ব্যাটিং করে ৪ উইকেটের বিনিময়ে ১৬২ রান সংগ্রহ করে শহীদ জুয়েল একাদশ। জবাবে ১৮.২ ওভারেই ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় শহীদ মুশতাক একাদশ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball