উইকেটের সুবিধা নিয়ে সফল তানভীর

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সাউথ এশিয়ান গেমসের (এসএ) ক্রিকেট ইভেন্টে দারুণ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। মালদ্বীপকে ১০৯ রানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। দুর্দান্ত বোলিংয়ে ৫ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রেখেছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। কাঠমান্ডুর উইকেটই তাঁর সফলতার পেছনে বড় ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন ২৩ বছর বয়সী এই স্পিনার।
আগে ব্যাটিং করে মালদ্বীপকে ১৭৫ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। এই রান তাড়ায় ৬৫ রানেই প্রতিপক্ষকে গুটিয়ে দেয় বাংলাদেশ। ঘূর্ণি জাদু দেখিয়ে ৪ ওভারে ১৯ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন তানভীর।

মালদ্বীপের প্রথম চার ব্যাটসম্যানকেই সাজঘরের পথ দেখান তিনি। এরপর প্রতিপক্ষের ৬ নম্বর ব্যাটসম্যানকে আউট করে ৫ উইকেটের কোটা পূর্ণ করেন এই স্পিনার।
ম্যাচ শেষে সাংবাদিকদের তানভীর বলেছেন, ‘এসএ গেমসে আমাদের শুরুটা ভালো হয়েছে। আমরা ভালো ক্রিকেট খেলতে পেরেছি। আমার কথা যদি বলি, তাহলে বলব উইকেটটায় ভালো টার্ন ছিল। আমি সঠিক জায়গায় বোলিং করতে পেরেছি। তাই ৫ উইকেট পেয়েছি।’
সদ্য শেষ হওয়া ইমার্জিং এশিয়া কাপেও দারুণ বোলিং করেছেন তানভীর। ৪ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন তিনি। এখন পর্যন্ত ১১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন বাঁহাতি এই স্পিনার। যেখানে ১৯ উইকেট রয়েছে তাঁর নামের পাশে।
লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪৩ ম্যাচ খেলেছেন তানভীর। এই ফরম্যাটে ৬৭ উইকেট নিয়েছেন তিনি। টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৪টি, যেখানে তাঁর উইকেট সংখ্যা একটি।