শিরোপার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইমার্জিং এশিয়া কাপে প্রথমবারের মতো ফাইনাল খেলতে যাচ্ছে বাংলাদেশ। শনিবার (২৩ নভেম্বর) পাকিস্তানের মুখোমুখি নাজমুল ইসলাম শান্তর দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি।
সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিলেন সৌম্য সরকার,শান্তরা। শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। আত্মবিশ্বাসের দিকে দুই দলই রয়েছে শক্ত অবস্থানে।

যদিও ঘরের মাঠ হওয়ায় কিছুটা এগিয়ে থাকবে বাংলাদেশ। তবে ইমার্জিং এশিয়া কাপের অতীত বাংলাদেশের পক্ষে নয়। গত তিন আসরে দুইবার সেমিফাইনালে বাদ পড়ে দলটি, একবার বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকে। প্রথমবার ফাইনালে উঠে কিছুটা চাপে থাকবে বাংলাদেশ।
চলতি টুর্নামেন্টে অবশ্য ভালো অবস্থানে আছে স্বাগতিকরা। এখন পর্যন্ত এক ম্যাচও হারেনি তারা। গ্রুপ পর্বের তিন ম্যাচ এবং সেমিফাইনাল জিতেছে শান্তর দল। হংকংকে ৯ উইকেটে, ভারতকে ৬ উইকেটে, নেপালকে ৮ উইকেটে এবং আফগানদের ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
পাকিস্তানও এখন পর্যন্ত টুর্নামেন্টের অপরাজিত দল। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, আরব আমিরাত, আফগানিস্তানকে হারিয়েছে তারা। বাংলাদেশকে হারানোর সব ধরনের সামর্থ্য আছে দলটির।
বাংলাদেশ ইমার্জিং স্কোয়াডঃ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নাঈম শেখ, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন, জাকির হাসান, মিনহাজুল আবেদীন আফ্রিদি, সৌম্য সরকার, তানভীর ইসলাম, মাহমুদ হাসান, মেহেদী রানা, সুমন খান, মাহিদুল ইসলাম ভূঁইয়া, আবু হায়দার রনি ও মাহাদী হাসান।