মুস্তাফিজকে নিয়ে মাথার খেলায় নেমেছিলেন কোহলি!

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে হুমকি বলেছিলেন বিরাট কোহলি। এটা ভারতীয় অধিনায়কের পরিকল্পনার একটি অংশ ছিল, ধারণা করছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খারাপ সময় কাটিয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজ। তিন ম্যাচে একটি উইকেটও নিতে পারেননি তিনি, উল্টো তাঁর বোলিং ইকোনমি ছিল ৯ রানের উপরে। তবু মুস্তাফিজকে নিয়ে ভাবনায় ছিল ভারত।

রহস্যজনক স্লোয়ার কাটার, স্লোয়ার, লেগ-কাটার এবং স্লোয়ার বাউন্সার দিয়ে ব্যাটসম্যানদের বোকা বানানো মুস্তাফিজ 'কাটার মাস্টার' উপাধি পেয়েছিলেন। কিন্তু এখন তাঁর বলের রহস্য খুঁজে বের করেছে ব্যাটসম্যানরা। যে কারণে পারফরম্যান্সে ভাটা পড়েছে মুস্তাফিজের। গত দুই বছরে নজরকাড়ার মতো তেমন কোনো পারফরম্যান্স নেই বাঁহাতি এই পেসারের। তাঁকে নিয়েই মাথার খেলায় নেমেছিলেন ভারতীয় অধিনায়ক।
বৃহস্পতিবার টেস্টের প্রথম দিন শেষে মুমিনুল বলেন, 'বিরাট কোহলি হয়তো বলেছে লড়াই করবে মুস্তাফিজের বিপক্ষে। এটা তাঁর চতুরতাও হতে পারে। আমাদের যাদের উপর বিশ্বাস ছিল তাদের নিয়ে দল সাজানো হয়েছে এবং এটা পুরো টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল।'
বাঁহাতি পেসারের বিপক্ষে খেলার সুযোগ হয় না ভারতীয় ব্যাটসম্যানদের। মুস্তাফিজকে হুমকি ভাবার পেছনে এমন কারণ উল্লেখ করে কোহলি বলেন, 'মুস্তাফিজ খুবই ভালো বোলার। আমরা তার বিপক্ষে খেলেছি। এখানে ফোকাস করার বিষয় আছে। আপনি বাঁহাতি পেসারদের সবসময় খেলবেন না যদি এমন কেউ আপনার দলে না থাকে। তাই আমার কাছে এটা চ্যালেঞ্জিং। আমাদের এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।'
'আমরা বাঁহাতি পেসারদের নিয়ে আতঙ্কিত বিষয়টা তা না। তবে বাঁহাতি পেসারদের আমরা সবসময় পাই না। তাই মুস্তাফিজ অবশ্যই হুমকি হয়ে দাঁড়াতে পারে। সে বাংলাদেশের মূল ক্রিকেটার হতে পারে।' যোগ করেন তিনি।
ইন্দোরে প্রথম টেস্টে মুস্তাফিজকে ছাড়াই একাদশ সাজিয়েছে ভারত। মূলত ফর্মে না থাকায় তাঁকে দলের বাইরে রেখেছে টিম ম্যানেজমেন্ট।