জাতীয় দলে ফিরতে মরিয়া নন রাজ্জাক

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জাতীয় দলে ফেরার জন্য মরিয়া নন গত বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ টেস্ট খেলা বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত এই পারফর্মারের বিশ্বাস খেলার মধ্যে থাকলে এবং ভালো পারফর্ম করতে পারলে সুযোগ আস???েই।
জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে রংপুর বিভাগের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন খুলনার অধিনায়ক রাজ্জাক। প্রথম ইনিংসে ৬৯ রানে ৭ উইকেট নিয়ে একাই ধ্বস নামিয়েছেন রংপুর শিবিরে।

এরপর দ্বিতীয় ইনিংসেও ত্রাণকর্তা ছিলেন তিনি। ৭১ রানে ৫ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন ৩৭ বছর বয়সী এই স্পিনার। এই পারফরম্যান্সের পর জাতীয় দলে ফেরার আশা করতেই পারেন তিনি। কিন্তু রাজ্জাক বলছেন ভিন্ন কথা।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০০ উইকেটের মালিক বলেন, 'আমি এটা বলবো না যে এর জন্য (জাতীয় দল) মরিয়া হয়ে বসে আছি। আমি আসলে উপভোগ করছি তাই খেলছি। যেহেতু খেলার মধ্যে আছি, তাই যদি কখনো সুযোগ আসে তাহলে আমি কেন নিব না সেই সুযোগ? আমি খেলাটি উপভোগ করছি তাই খেলছি। জাতীয় দলে খেলা, সুযোগ পাওয়া, ঢোকা না ঢোকা এগুলো পুরোপুরি ম্যানেজমেন্টের ব্যাপার। ওরা কিভাবে কি চিন্তা করবে সেটা পুরো তাদের ব্যাপার। আমি আসলে খেলা উপভোগ করছি তাই খেলছি।'
প্রথম বোলার হিসেবে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০০ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন আব্দুর রাজ্জাক। রংপুর বিভাগের বিপক্ষে সদ্য সমাপ্ত ম্যাচেই এই মাইলফলক স্পর্শ করেন তিনি।
বাংলাদেশের বোলারদের মধ্যে ঘরোয়া ক্রিকেটে প্রথম ৫০০ উইকেট নেয়া বোলারও রাজ্জাক। গত বছরের জানুয়ারিতে ১১৩তম ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন এই অভিজ্ঞ তারকা স্পিনার।