পর্দা উঠলো প্রথম বিভাগ ওয়ানডে টুর্নামেন্টের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
পর্দা উঠেছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট ২০১৯-২০২০ মৌসুমের ওয়ানডে টুর্নামেন্টের। বুধবার (৩০ অক্টোবর) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
যেখানে উপস্থিত ছিলেন সিসিডিএমের (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) সমন্বয়ক মোহাম্মদ রফিকুল ইসলাম। এ ছাড়া সদস্য সচিব আলী হোসেনসহ সিসিডিএমের অন্যান্য কর্মকর্তাবৃন্দরাও ছিলেন সেখানে। সকাল ৯টায় অনুষ্ঠিত হয় এই উদ্বোধনী অনুষ্ঠানটি।

এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে ফতুল্লায় উত্তরা ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয় আজিম ক্রিকেট ক্লাব। অন্যান্য ভেন্যুতে একই সময় শুরু হয় আরও দুটি ম্যাচ।
বিকেএসপির ৩ নম্বর মাঠে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয় সূর্যতরুণ ক্লাব। আর বিকেএসপির ৪ নম্বর মাঠে মোহাম্মদপুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নামে সিটি ক্লাব।
গত ১২ অক্টোবর শুরু হয়েছিল ঢাকা প্রথম বিভাগ টি-টোয়েন্টি লিগের খেলা। যে টুর্নামেন্টটি শেষ হয় ২৫ অক্টোবর। ফাইনালে উঠে উত্তরা ক্রিকেট ক্লাব ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।
বৃষ্টি বাধায় ম্যাচটি পন্ড হয় শেষ পর্যন্ত। ফতুল্লায় বৃষ্টি বাধার সেই ম্যাচে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এবার ৫দিন বিরতি দিয়ে মাঠে গড়াল ওয়ানডে ফরম্যাটের খেলা।