promotional_ad

দিবারাত্রি টেস্টের প্রস্তাব এসেছে, ভাবছে বিসিবি

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আগামী মাসের শুরুতে ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে গড়াবে দুই দলের লড়াই। এরপর ২টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ এবং ভারত।
  
গুঞ্জন ছিল, সিরিজে একটি দিবারাত্রি টেস্ট (গোলাপি বলে) খেলতে চায় ভারত। ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম কয়েকদিন আগে বিষয়টি খোলাসা করে। তাদের দেয়া তথ্যমতে, ইডেন গার্ডেন্সে হতে পারে দিবারাত্রির এই টেস্টটি।


ইডেন গার্ডেনসে দিবারাত্রির টেস্ট খেলতে ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) প্রস্তাব পাঠিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছেন, তারা দিবারাত্রির টেস্ট খেলার প্রস্তাব পেয়েছেন। তবে এই ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।



promotional_ad

আকরাম খান বলেন, 'ওরা আমাদের প্রস্তাব দিয়েছে। আমরা এখন চিন্তা করে ওদের জানাবো। ২-৩দিন আগে আমরা এই প্রস্তাবটা পেয়েছি। বিষয়টি নিয়ে আমাদের মধ্যে আপাতত কোনো আলোচনা হয়নি। কাল-পরশুর মধ্যে আমরা এই বিষয়ে আমাদের সিদ্ধান্ত জানাবো।'


এই বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘এই ধরনের একটা আলোচনা চলছে। আমরা এখনও কোনো সিদ্ধান্ত নিইনি। খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব।’


সম্প্রতি বিসিসিআই প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন সৌরভ গাঙ্গুলি। দিবারাত্রির টেস্ট আয়োজন নিয়ে সাবেক এই ভারতীয় অধিনায়ক বলেছিলেন, 'আমরা সবাই দিবারাত্রির টেস্ট নিয়ে ভাবছি। আমরা এই টেস্টের পক্ষে। অনেক পত্রিকায় দেখেছি তারা বিষয়টির সঙ্গে একমত নন। কিন্তু এটা ঠিক না। মানুষ কাজ শেষ করে চ্যাম্পিয়নদের খেলা দেখতে আসবে। জানি না কবে হবে, তবে আমি আশাবাদী যে হবে।'



আগামী ৩ নভেম্বর শুরু হবে বাংলাদেশ-ভারতের মধ্যকার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। এরপর ১৪ই নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২২ নভেম্বর ইডেন গার্ডেন্সে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball