promotional_ad

ক্রিকেটারদের জন্য দরজা খোলা, বলছেন পাপন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


২৫ অক্টোবর থেকে ভারত সফরের ক্যাম্প শুরু হওয়ার কথা। কিন্তু ১১ দফার দাবিতে ২১ অক্টোবর ক্রিকেটারা ধর্মঘট ডাকায় শঙ্কায় পরে গেছে ভারত সফর। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন আশাবাদী সময় মতো মাঠে গড়াবে জাতীয় দলের ক্যাম্প।


ক্রিকেটারদের জন্য বিসিবির দরজা সব সময়ই খোলা আছে। তাদের জন্য অপেক্ষা করছে বোর্ড। সেই সঙ্গে ক্রিকেটারদের এমন ধর্মঘটের পেছনে ষড়যন্ত্রের কালো ছায়া দেখতে পাচ্ছেন নাজমুল হাসান।



promotional_ad

যারা এর পেছনে আছে, দ্রুত তাদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার মিরপুরে বিসিবি সভাপতি বলেছেন, ‘আশা করি, জাতীয় দলের ক্যাম্প অবশ্যই হবে। আমাদের এখানে বেশিরভাগ খেলোয়াড় খেলতে চায়, ক্রিকেটের উন্নতি চায়। দুই একজন ক্রিকেটার হয়তো ষড়যন্ত্রের মধ্যে আছে।’ 


‘খুব শিগগিরই তাদের বের করা হবে। আমি নিশ্চিত অনেকেই না জেনে এখানে যোগ দিয়েছে। ওদের জন্য দরজা খোলা। ওরা আসুক, দাবি জানাক। কিন্তু দাবি তো দিলোই না, ফোন দিলেও ধরছে না। এই অবস্থায় আমাদের কী করা, আমরা অপেক্ষা করছি।’


সোমবার জরুরি ভিত্তিতে বেলা ২টায় সংবাদ সম্মেলন ডাকেন ক্রিকেটাররা। যেখানে উপস্থিত ছিলেন প্রায় ৬০ জন ক্রিকেটার। টেস্ট এবং টি-টোয়েন্টি দলপতি সাকিব আল হাসানসহ তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরাও ছিলেন এই আন্দোলনে। 



সম্মেলনে ১০ জন ক্রিকেটার ১১ দফা দাবি তোলেন বিসিবির কাছে। জানিয়ে দেয়া হয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো ধরনের ক্রিকেট খেলবেন না তাঁরা। এরপর মঙ্গলবার সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থানের কথা জানিয়েছে বিসিবি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball