ব্যাটিংয়ের ধরন বদলে সফল সাইফ

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) রংপুর বিভাগের বিপক্ষে ২২০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন সাইফ হাসান। তাঁর দুর্দান্ত ইনিংসের সুবাদের ৮ উইকেটে ৫৫৬ রানের পাহাড় গড়েছে ঢাকা বিভাগ।
ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরির পর সাইফ ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছেন, ব্যাটিংয়ে কিছু কারিগরি পরিবর্তন এনেই সফল হয়েছেন তিনি। তাঁর প্রথম ডাবল সেঞ্চুরিটি এসেছিল ২০১৭ জাতীয় লিগে বরিশালের বিপক্ষে।
এর দুই বছর পর ডাবল সেঞ্চুরি করে সাইফ বলেছেন, 'পরিবর্তনগুলো আনার পর ব্যাটিংটা আরও বেশি ইনজয় করছি। কারণ এই জিনিসগুলার কারণে ভালো উন্নতি করেছি। স্পিনের বিপক্ষে আগে কিছুটা দুর্বল ছিলাম এখন রিস্ট আরেকটু ওপেন হচ্ছে। পুরা মাঠে খেলতে পারছি। সব জায়গায় শট খেলা যাচ্ছে। ফিটনেসটা অনেক বড় ব্যাপার, সেটা নিয়েও অনেক কাজ করেছি।'

জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিন ১২০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন সাইফ। দ্বিতীয় দিনে সেটাকে ডাবলে রূপ দিয়েছেন এই ব্যাটসম্যান। ১৯ চার আর ৪ ছয়ে অপরাজিত এদিন ক্যারিয়ার সেরা ২২০ রানে অপরাজিত থাকেন সাইফ।
সাইফের দারুণ এমন ব্যাটিং নৈপুণ্য এবারই প্রথম নয়। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গত আসরেও ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন তিনি। ৮১৪ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। এবার জাতীয় লিগেও পুরনো ফর্ম ধরে রেখেছেন সাইফ।
ব্যাটিংয়ের কিছু বৈশিষ্ট্য পরিবর্তন করেছেন সাইফ। সেই সঙ্গে পেস এবং স্পিন বোলারদের বিপক্ষে ব্যাটিংয়ের উন্নতির জন্য কাজ করেছেন তিনি। এই কারণে হাত খুলে খেলতে পারছেন বলেও জানিয়েছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।
সাইফের ভাষ্যমতে, 'পরিবর্তন বলতে ব্যাটিংয়ের কিছু বিষয় নিয়ে কাজ করেছি। ব্যাটিংয়ের টপ অ্যান্ড বটম হ্যান্ড কোথায় ধরতে হয় সেটা নিয়ে কাজ করেছি। পেস বোলিংয়ের বিপক্ষে ব্যাক লিফট ওপরে আর স্পিনের বিপক্ষে নিচে রাখার চেষ্টা করছি। গ্যাপ গুলো ভালো বের হচ্ছে, পাওয়ার শট বের হচ্ছে ভালো। সহজেই ছয় হাঁকাতে পারছি।'
কদিন আগে বাংলাদেশ 'এ' দলের হয়ে শ্রীলঙ্কায় সিরিজ নির্ধারণী ম্যাচে অসাধারণ এক সেঞ্চুরি করেছিলেন সাইফ। এর আগে ইমার্জিং দলের হয়ে লঙ্কানদের বিপক্ষে রানের ধারায় ছিলেন তিনি। এর আগে তাঁর প্রিমিয়ার লিগের ফর্ম বলছে ক্রমেই যেন ক্ষুরধার হয়ে উঠছে সাইফের ব্যাট।