একাই লড়ছেন মাহমুদউল্লাহ

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে সিলেট বিভাগের মুখোমুখি হয়েছে ঢাকা মেট্রো। টস জিতে মেট্রোকে ব্যাটিংয়ে পাঠিয়েছে সিলেট।
একাই লড়ছেন মাহমুদউল্লাহঃ
দ্রুত তিন উইকেট হারানোর পর মাহমুদউল্লাহ রিয়াদের ৪০ রানের জুটি গড়েন আল আমিন। এরপর এনামুল হক জুনিয়রের দ্বিতীয় শিকারে পরিণত হন আল আমিন। ফেরার আগে করেন ২০ রান।

বিপর্যয়ে মাহমুদউল্লাহর ঢাকা মেট্রোঃ
মেট্রোর হয়ে উদ্বোধনী জুটিতে ৩৮ রান তোলেন নাঈম শেখ এবং রাকিন আহমেদ। এরপরেই শুরু হয় বিপর্যয়। রেজাউর রহমানের বলে ফিরে যান রাকিন আহমেদ (১৭)।
এরপর শামসুর রহমানকে শূন্য রানে বিদায় করেন স্পিনার এনামুল হক জুনিয়র। তারপর নাঈম শেখকে (২৩) ফেরান রেজাউর রহমান। ৪৩ রানের মধ্যেই তিন উইকেট হারায় মেট্রো।
সংক্ষিপ্ত স্কোরঃ-
ঢাকা মেট্রো প্রথম ইনিংসঃ- ১১২/৪ (৪১.১ ওভার)
(মাহমুদউল্লাহ ৩১*, জাবিদ হোসেন ১০*)
ঢাকা মেট্রো একাদশঃ- নাঈম শেখ, রাকিন আহমেদ, শামসুর রহমান, আল আমিন, মাহমুদউল্লাহ, জাবিদ হোসেন (উইকেটরক্ষক), আমিনুল ইসলাম, আরাফাত সানি (অধিনায়ক), শহিদুল ইসলাম, আবু হায়দার এবং মানিক খান।
সিলেট বিভাগ একাদশঃ- ইমতিয়াজ হোসেন, জাকির হাসান, জাকের আলী (উইকেটরক্ষক), অলক কাপালি (অধিনায়ক), রেজাউর রহমান, এনামুল হক জুনিয়র, রাহাতুল ফেরদৌস, আবু জায়েদ রাহি, আফিফ হোসেন, ইমরান আলী ও তৌফিক খান।