মুস্তাফিজের দ্বিতীয় শিকার

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের ম্যাচে রাজশাহী বিভাগের মুখোমুখি হয়েছে খুলনা বিভাগ। চার দিনের এই ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে খুলনা।
দিনের শুরুতেই মুস্তাফিজের উইকেটঃ
রাজশাহীর ওপেনার মিজানুর রহমানকে ব্যক্তিগত চার রানে বোল্ড করে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান।

মুস্তাফিজের দ্বিতীয় শিকারঃ
মিজানুরকে হারানোর পর ৮১ রানের জুটি গড়েন জুনায়েদ সিদ্দিকি এবং ফরহাদ হোসেন। রাজশাহীর অধিনায়ক ফরহাদকে হাফ সেঞ্চুরি বঞ্চিত করেন মুস্তাফিজ। ব্যক্তিগত ৪৫ রানে থাকা ফরহাদ মুস্তাফিজকে উড়িয়ে মারতে গিয়ে স্ট্যাম্পিং হয়ে ফিরেছেন।
সংক্ষিপ্ত স্কোরঃ-
রাজশাহী বিভাগ প্রথম ইনিংসঃ- ২৫/১ (৩৮ ওভার)
(জুনায়েদ সিদ্দিকি ৩৯*, নাজমুল হোসেন শান্ত ১৪*)
রাজশাহী বিভাগ একাদশঃ- মিজানুর রহমান, জুনায়েদ সিদ্দিকি, ফরহাদ হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, ফরহাদ রেজা, শাকির হোসেন (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম এবং মোহর শেখ।
খুলনা বিভাগ একাদশঃ- ইমরুল কায়েস, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তুষার ইমরান, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান, আব্দুর রাজ্জাক, আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন।