ভারতের বিপক্ষে জেতা সম্ভবঃ সাইফউদ্দিন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ দল। আসন্ন এই সিরিজে অনিশ্চিত বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বিশ্বকাপ থেকে পিঠের চোটে ভুগছেন তিনি। নিজের খেলা নিয়ে শঙ্কা থাকলেও ভারত সফরে বাংলাদেশের জয় সম্ভব বলে মনে করেন তিনি।
ভারতের বিপক্ষে আগের ভুলগুলো শুধরে নিতে পারলে জয়ের সামর্থ্য আছে বাংলাদেশের। গত কয়েক বছরে বেশ কয়েকটি ম্যাচে লক্ষ্যের খুব কাছে গিয়ে ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচগুলোর ব্যবধানই আশাবাদী করছে সাইফউদ্দিনকে।

তরুণ এই অলরাউন্ডার বলেছেন, ‘আমরা যদি আগের ঘাটতিগুলো থেকে শিক্ষা নিতে পারি তাহলে আমাদেরও জয় পাওয়া সম্ভব। আমাদের দলের ওই সামর্থ্য আছে। এশিয়া কাপ, কিংবা বিশ্বকাপ বলেন বেশিরভাগ ম্যাচই কাছে গিয়ে হেরেছি। এমন তো না যে আমরা খুব বিশাল ব্যবধানে হেরেছি। আশা করি ভালো কিছু হবে।’
এই অলরাউন্ডার মনে করেন ভারতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। যেখানে দুই দলেরই ভালো করার সুযোগ রয়েছে। ভারতের বিপক্ষে বিশ্বকাপ এবং এশিয়া কাপে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে বাংলাদেশ সফল হবে বলে বিশ্বাস সাইফউদ্দিনের।
তিনি বলেন, ‘খুব একটা সহজ হবে না, আমরা সবাই জানি। কিন্তু খুব একটা বেশি কঠিন হবে তাও না। এর আগেও আমরা অনেক খেলেছি ভারতের বিপক্ষে, বিশ্বকাপ বলেন, এশিয়া কাপ বলেন। হয়তো আমরা হেরেছি বেশিরভাগ ম্যাচ। কিন্তু অনেক কাছে যেতে পেরেছি।’