promotional_ad

ভারত সিরিজের পরীক্ষা খুলনায় দেবেন মুস্তাফিজ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


চলমান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে খেলবেন মুস্তাফিজুর রহমান। আসন্ন ভারত সফরের আগে এটা বড় পরীক্ষা হতে যাচ্ছে বাঁহাতি এই পেসারের জন্য। কারণ এটাই মুস্তাফিজের ম্যাচ ফিটনেসের পরীক্ষা হবে।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু মঙ্গলবার এমনই জানিয়েছেন। যদিও ভারত সফরে দুই টেস্টের একাদশে মুস্তাফিজকে রাখা হবে কিনা, সেটা নিশ্চিত করেননি নান্নু।


ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডে ছিলেন না মুস্তাফিজ। এ ছাড়া বাংলাদেশের হয়ে গেল তিন টেস্ট সিরিজের ৬ ম্যাচে মাত্র ৩টি ম্যাচ খেলেছেন বাঁহাতি এই পেসার। 



promotional_ad

ইনজুরি এবং বিশ্রামে থাকায় বাকি তিন ম্যাচ খেলা হয়নি মুস্তাফিজের। চলমান জাতীয় লিগের প্রথম রাউন্ডে একই কারণে মাঠে নামা হয়নি তাঁর। তাই ভারত সফরের আগে ঘরোয়া ক্রিকেটে নিজের ফিটনেস নিয়ে পরীক্ষা দিতে হবে জাতীয় দলের হয়ে ১৩টি টেস্ট খেলা এই পেসারকে। 


মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘প্রতিদিন সে ১৫ ওভার বোলিং করতে পারবে। এটা নির্ভর করবে টিম ম্যানেজম্যান্টের ওপর। কারণ মাঠে তো আমরা কাজ করি না। টিম ম্যানেজম্যান্ট, বোলিং কোচ, ফিটনেস ট্রেইনার এরাই কিন্তু আপডেট দেবে।’ 


‘সে কতটুকু বোলিং করতে পারবে বা টানা দুটি টেস্ট ম্যাচ খেলতে পারবে কিনা, এটা সম্পূর্ণ টিম ম্যানেজম্যান্টের সিদ্ধান্ত। ভারত সফরের আগে এনসিএলে তার ফিটনেস বোঝা যাবে।’ যোগ করেন প্রধান নির্বাচক।


ভারত সফরের আগে জাতীয় লিগের প্রথম দুই রাউন্ডে জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণ বাধ্যতামূলক করে দিয়েছে বিসিবি। সেই হিসেবে প্রথম রাউন্ড থেকেই অংশ নেয়ার কথা ছিল মুস্তাফিজের। জাতীয় লিগে অংশ নিতে গত ৯ অক্টোবর খুলনা যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন বাঁহাতি এই পেসার। 



সেখান থেকে বাড়ি ফিরতে হয় মুস্তাফিজকে। সম্পূর্ণ ফিট না হওয়ায় ফিজিওর পরামর্শে বিশ্রাম দেয়া হয় তাঁকে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগে খুলনা বিভাগের স্কোয়াডে যোগ দিতে সোমবার (১৪ অক্টোবর) বেলা ১২টায় ঢাকা ছেড়েছেন মুস্তাফিজ। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball