promotional_ad

রাব্বির বোলিং তোপে ইনিংস হারের শঙ্কায় সিলেট

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে কামরুল ইসলাম রাব্বির তোপে মাত্র ৮৬ রানে অল আউট হয়ে যায় সিলেট। এরপর দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৭ রান তুলে ধুঁকছে সিলেট বিভাগ। এর ফলে বরিশাল বিভাগের বিপক্ষে ইনিংস হারের শঙ্কা জেগেছে দলটির।


দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন সিলেটের ওপেনার তৌফিক খান। তাঁকে ফিরিয়েছেন নুরুজ্জামান। এরপর ১১ রান করা রাহাতুল ফেরদৌসকে আউট করেছেন তৌহিদুল ইসলাম।


ওপেনার ইমতিয়াজ হোসেন তান্না ১৪ এবং এনামুল হক জুনিয়র ১ রান করে অপরাজিত আছেন। রাজশাহীর শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে আজ ৩ উইকেটে ৬৮ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল সিলেট।


এদিন মাত্র ১৮ রানেই শেষ ৭ উইকেট হারায় দলটি। সর্বোচ্চ ১৬ রান করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান। আগের দিন ২ উইকেট নেওয়া রাব্বি এদিন নিয়েছেন আরো ৪টি।



promotional_ad

মাত্র ২৪ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারের সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন জাতীয় দলের বাইরে থাকা এই পেসার। এ নিয়ে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট পেলেন রাব্বি। ৩টি উইকেট নিয়েছেন নুরুজ্জামান।


সিলেটকে অল্প রানে বেধে ফেলার পর নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২৩১ রান করে ইনিংস ঘোষণা করে সিলেট। দলটির হয়ে ওপেনার শাহরিয়ার নাফিস ৬৩ এবং অধিনায়ক ফজলে মাহমুদ রাব্বির ৭০ রানের ইনিংস খেলেন। আর তাতেই বড় লিডের দেখা পায় বরিশাল।


সিলেটের হয়ে ৩টি উইকেট নিয়েছেন রেজাউর রহমান। ২টি উইকেট পেয়েছেন অলক কাপালি। একটি করে উইকেট দখল করেছেন ইমরান আলী, রয়েল মিয়া এবং এনামুল হক জুনিয়র।


সংক্ষিপ্ত স্কোর:


সিলেট ১ম ইনিংস: (আগের দিন ৬৮/৩) ৪৩.১ ওভারে ৮৬ (জাকির ৩২, কাপালী ১৮; রাব্বি ৬/২৪, নুরুজ্জামান ৩/০)



বরিশাল ১ম ইনিংস: ৫৮.৩ ওভারে ২৩১/৮ (ইনিংস ঘোষণা) (শাহরিয়ার ৬৩, রাফসান ৩৩, মাহমুদ ৭০; রেজাউর ৩/৭৪, কাপালি ২/১৫)


সিলেট ২য় ইনিংস: ১১ ওভারে ২৭/২ (ইমতিয়াজ ১৪, রাহাতুল ১১; নুরুজ্জামান ১/১২, তোহিদুল ১/২)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball